শেয়ার বাজারে চলছে রেকর্ড লেনদেন

সোমবার চলতি সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক ডিএসইএক্স বেড়েছে ৭২ দশমিক ১৬ পয়েন্ট।
দিন শেষে সূচক গিয়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৩৪৯ দশমিক ২২ পয়েন্টে।
এদিকে ডিএসই-৩০ সূচক ৭ দশমিক ৫৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৬২৪ দশমিক ৭১ পয়েন্টে।
ডিএসইতে লেনদেন হয়েছে ৫৯৬ কোটি ৭১ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
লেনদেনে অংশ নেয়া ৩১৪টি ইস্যুর মধ্যে দিন শেষে দর বেড়েছে ২০৮টির, কমেছে ৮৭টির ও অপরিবর্তিত রয়েছে ১৯টির দর।
সঞ্চয়পত্রের সুদের হার কমানোয় শেয়ারবাজারে ইতিবাচক প্রভাব পড়ছে।