কিশোরগঞ্জ প্রেসক্লাবে ফ্রি ওয়াই ফাই জোন উদ্বোধন

জেলা প্রশাসনের তত্ত্বাবধানে কিশোরগঞ্জ প্রেসক্লাবকে ইন্টারনেট ওয়াই ফাই জোনের আওতায় আনা হয়। গত শনিবার জেলা প্রশাসক এস এম আলম প্রেসক্লাব মিলনায়তনে ফ্রি ওয়াই ফাই জোনের উদ্বোধন করেন। প্রেসক্লাবের সভাপতি নাসিম খানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। একই সময় প্রেসক্লাবের লাইব্রেরিতে পৃথক জেলা প্রশাসন কর্নারও উদ্বোধন করা হয়।
কুষ্টিয়ায় অনুক‚লচন্দ্রের আবির্ভাব বর্ষ পালিতকাগজ প্রতিবেদক, কুষ্টিয়া : কুষ্টিয়ায় নানা আয়োজনে শ্রী শ্রী ঠাকুর অনুক‚লচন্দ্রের ১২৭তম আবির্ভাব বর্ষ ও স্মরণোৎসব পালিত হয়। এ উপলক্ষে গত শনিবার সকাল সাড়ে ৮টায় শ্রী শ্রী ঠাকুর অনুক‚লচন্দ্র সৎসঙ্গ মন্দিরের আয়োজনে সব ভক্তদের উপস্থিতিতে একটি র‌্যালি থানা পাড়া সৎসঙ্গ মন্দির থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এর আগে সকাল ৭টায় সমবেত প্রার্থনা ও বিশ্ব শান্তিকল্পে প্রার্থনা করা হয়।