৪ বিদ্যুৎকেন্দ্রসহ ৬ বিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন আজ

 কাগজ প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ রোববার একসঙ্গে দেশে চারটি বিদ্যুৎকেন্দ্রসহ ৬টি বিদ্যুৎ প্রকল্প উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি এই প্রকল্পগুলো উদ্বোধন করবেন। বিদ্যুৎ বিভাগ সূত্র জানিয়েছে, নতুন চারটি বিদ্যুৎকেন্দ্র উদ্বোধনের ফলে জাতীয় গ্রিডে নতুন ৩১৫ মেগাওয়াট বিদ্যুৎ যোগ হবে। বর্তমানে দেশের মোট স্থাপিত বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ১২ হাজার ৯৫০ মেগাওয়াট। নতুন ৩১৫ মেগাওয়াট বিদ্যুৎ যোগ হওয়ায় দেশের মোট স্থাপিত বিদ্যুৎ ক্ষমতা হবে ১৩ হাজার ২৬৫ মেগাওয়াট। উল্লেখ্য, গত ১৫ এপ্রিল দেশে সর্বোচ্চ ৭ হাজার ৫৭১ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হয়।

সূত্র আরো জানায়, আজ রোববার যেসব বিদ্যুৎকেন্দ্র উদ্বোধন করা হবে সেগুলো হলো- সিনহা পিপলস এনার্জির মুন্সীগঞ্জের কাঠপট্টিতে ৫২ মেগাওয়াট, রিজেন্ট এনার্জি এন্ড পাওয়ার কোম্পানির ঘোড়াশাল ১০৮ মেগাওয়াট, ডিজটাল পাওয়ার এন্ড এসোসিয়েটসের নারায়ণগঞ্জের গগননগরে ১০২ মেগাওয়াট ও রাজলঙ্কা পাওয়ার কোম্পানির নাটোর ৫২ মেগাওয়াট ক্ষমতার তেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্র। এ ছাড়া আজ প্রধানমন্ত্রী একটি সঞ্চালন লাইন এবং একটি বিদ্যুৎ উপকেন্দ্রও উদ্বোধন করবেন বলে জানা গেছে।

পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লি. (পিজিসিবি) সূত্র জানায়, আজ রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মুন্সীগঞ্জের মেঘনাঘাট থেকে সাভারের আমিনবাজার পর্যন্ত প্রায় ৫৪ কিলোমিটার দীর্ঘ ৪০০ কেভি ডাবল সার্কিট সঞ্চালন লাইন উদ্বোধন করবেন। হাইভোল্টেজ এ সঞ্চালন লাইনের মাধ্যমে মেঘনাঘাট কেন্দ্রে উৎপাদিত বিদ্যুৎসহ দেশের অন্যান্য বিদ্যুৎকেন্দ্রে উৎপাদিত বিদ্যুৎ এ লাইন দিয়ে লোড সেন্টারে আসবে।

সূত্র আরো জানায়, ঢাকা শহরের পশ্চিমাঞ্চল এবং পার্শ্ববর্তী এলাকায় ক্রমবর্ধমান বিদ্যুতের চাহিদা পূরণে এ সঞ্চালন লাইন নির্মাণ করেছে পিজিসিবি। আজ পিজিসিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা ঢাকা জেলা প্রশাসকের কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সঙ্গে যুক্ত থাকবেন। জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত থাকবেন পিজিসিবির ব্যবস্থাপনা পরিচালক মাসুম-আলবেরুনী ও এই সঞ্চালন লাইন নির্মাণ প্রকল্পের পরিচালক বজলুল মুনীরসহ অন্য কর্মকর্তারা।

জানা যায়, দেশের অভ্যন্তরে প্রথম এই ৪০০ কেভি সঞ্চালন লাইন নির্মাণে বিদ্যুৎ বিভাগের গৃহীত প্রকল্পে আর্থিক সহায়তা দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। ‘মেঘনাঘাট-আমিনবাজার ৪০০ কেভি সঞ্চালন লাইন (ফেইজ-১)’ শীর্ষক এ প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় হয়েছে ৫৪৬ কোটি ৫৫ লাখ টাকা।

নাম প্রকাশে অনিচ্ছুক পিজিসিবির একজন কর্মকর্তা জানান, প্রকল্পটি বাস্তবায়নের ফলে ঢাকার চারদিকে ৪০০ কেভি সঞ্চালন লাইন রিং তৈরির কাজ অনেকটা এগিয়েছে। এতে সঞ্চালন নেটওয়ার্কের স্থিতিশীলতা বাড়ার পাশাপাশি সঞ্চালন লসের পরিমাণও কমে আসবে। জাতীয় গ্রিডের আওতায় বিদ্যুতের সুষ্ঠু ও সুষম বণ্টন সহজ হবে।

অন্য যে প্রকল্পটি আজ উদ্বোধন করা হচ্ছে সেটি হচ্ছে লালবাগ ১৩২/৩৩/১১ কেভি উপকেন্দ্র। ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পাণি লিমিটেড (ডিপিডিসি) সূত্র জানায়, এটি নির্মাণের ফলে রাজধানীর ৮০ হাজার বিদ্যুৎ গ্রাহক সেবা পাবেন।