দেশে রোবোটিক্স ইন্সটিটিউট করছে সরকার

দেশের তথ্যপ্রযুক্তিকে সমৃদ্ধির পথে এগিয়ে নিতে রোবোটিক্স ইন্সটিটিউট স্থাপনের উদ্যোগ নিয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ। বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে (বুয়েট) সঙ্গে নিয়ে বুয়েটে এই রোবোটিক্স ইন্সিটিটিউট স্থাপন করা হচ্ছে।
মঙ্গলবার তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সঙ্গে বুয়েট উপাচার্য অধ্যাপক খালেদা ইকরামের নেতৃত্বে বুয়েট শিক্ষকদের এক বৈঠকে এই ইন্সটিটিউট স্থাপনের পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।  বৈঠকে উপস্থিত ছিলেন ডেভেলপমেন্ট অব কালিয়াকৈর হাই-টেক পার্ক প্রকল্পের পরিচালক এএনএম সফিকুল ইসলাম।
বৈঠকে জুনাইদ আহমেদ পলক বলেন, উন্নত বিশ্ব যেখানে বুদ্ধিমান রোবট তৈরি করে নানা গুরুত্বপূর্ণ কাজে তা ব্যবহার করছে আমরা সেখানে পিছিয়ে থাকবো না। ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে প্রযুক্তি সব শাখাতেই আমরা এগিয়ে যেতে চাই। তিনি আরো বলেন, আমরা চলতি বছরেই কাজ শুরু করে দিতে চাই।
বৈঠকে উপস্থিত তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের জনসংযোগ কর্মকর্তা মো.আবু নাছের জানান, প্রাথমিক পরিকল্পনায় রোবোটিক্স ল্যাব তৈরির কথা থাকলেও প্রতিমন্ত্রী ইন্সটিটিউট করার কথা বলেন। তিনি জানান, প্রতিমন্ত্রী যত দ্রুত সম্ভব এই রোবোটিক্স ইন্সটিটিউট স্থাপনে কাজ শুরু করতে বলেছেন। শুরুতেই এই ইন্সটিটিউট তৈরিতে ১০ কোটি টাকা প্রয়োজন হবে। আইসিটি বিভাগ এজন্য একটি প্রকল্প তৈরি করে ধাপে ধাপে এই অর্থের সংস্থান করবে বলে বৈঠক সূত্রে জানা গেছে।