১৭ বছর পর: সিলেটে ওসমানী বিমানবন্দরে চালু হলো আন্তর্জাতিক ফ্লাইট

স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ার প্রায় ১৭ বছর পর এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বুধবার অবতরণ করে একটি বিদেশী বিমান। এদিন বিকেল ৫টা ২০ মিনিটে একশ’ ৩০ যাত্রী নিয়ে দুবাই থেকে ওসমানী বিমানবন্দরে অবতরণ করে ‘ফ্লাই দুবাই’ এয়ারলাইন্সের বোয়িং ৭৩৭-৮০০। পরে বিমানবন্দরটিতে নবনির্মিত রিফুয়েলিং স্টেশন থেকে জ্বালানি সংগ্রহ করে সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে বোয়িংটি একশ’ ৬৩ যাত্রী নিয়ে ফের দুবাইয়ের উদ্দেশে ছেড়ে যায়।
জানা যায়, ১৯৯৮ সালে ওসমানী বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে ঘোষণা করা হয়। কিন্তু রিফুয়েলিং ব্যবস্থা না থাকায় গত প্রায় ১৭ বছর বিমানবন্দরটি থেকে সরাসরি আন্তর্জাতিক ফ্লাইট চালু সম্ভব হয়নি। এছাড়া জ্বালানি সমস্যার কারণে এর আগে বিদেশী এয়ারলাইন্সগুলোর কোন ফ্লাইটই ওসমানীতে অবতরণ করেনি। তবে গত ২৪ মার্চ‘১৫ থেকে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নবনির্মিত রিফুয়েলিং স্টেশন থেকে পরীক্ষামূলকভাবে রিফুয়েলিং শুরু হয়েছে। ফলে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনায় আর কোন সমস্যা নেই।