রিজার্ভ ফের ২৩ বিলিয়ন ডলার ছাড়িয়েছে

চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যেও বৈদেশিক মুদ্রার রিজার্ভ মঙ্গলবার ফের ২৩ বিলিয়ন (দুই হাজার তিন শ’ কোটি) মার্কিন ডলার অতিক্রম করেছে। এর আগে গত ২৬ ফেব্রুয়ারি দেশের ইতিহাসে বৈদেশিক মুদ্রার রিজার্ভ প্রথমবারের মতো ২৩ বিলিয়ন ডলারের রেকর্ড সৃষ্টি করে। কিন্তু এশিয়ান ক্লিয়ারিং
ইউনিয়নের (আকু) আমদানি বিল পরিশোধ করায় রিজার্ভ কিছুটা কমে যায়। এখন আবার তা পূর্বের অবস্থায় ফিরে এসেছে। খবর বাসসর।
বাংলাদেশ ব্যাংকের বর্তমান রিজার্ভ সার্কভুক্ত দেশগুলোর মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ। রফতানি আয় বৃদ্ধি ও রেমিটেন্স প্রবাহের ইতিবাচক ধারা, বিদেশ থেকে কর্পোরেট ঋণ গ্রহণ এবং আমদানি ব্যয় কম থাকায় রিজার্ভ বৃদ্ধিতে অবদান রেখেছে বলে কেন্দ্রীয় ব্যাংক মনে করছে। এ প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের গবর্নর ড. আতিউর রহমান বাসসকে বলেন, বর্তমানে আমাদের যে রিজার্ভ তা পাকিস্তানের তুলনায় প্রায় দ্বিগুণ। তিনি বলেন, এই রিজার্ভ দিয়ে সাত মাসের বেশি আমদানি ব্যয় মেটানো সম্ভব। গবর্নর বলেন, রিজার্ভের এই বিশাল স্থিতির কারণে পদ্মা সেতু নিজস্ব অর্থায়নে করা সম্ভব হচ্ছে। সেখানে নিয়মিত বৈদেশিক মুদ্রা দেয়া যাচ্ছে। আগামীতে আকু পেমেন্ট করলেও রিজার্ভ ২৩ বিলিয়ন ডলারের উপরে থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।