বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনে জাতিসংঘ সদর দফতরে উদ্বোধন হল বাংলাদেশ লাউঞ্জ। সোমবার দুপুরে নিউইয়র্কে যখন এ উদ্বোধন অনুষ্ঠান হয় তখন ক্যালেন্ডারের পাতায় বাংলাদেশে শুরু হয়ে গেছে ১৭ মার্চ যেদিন বঙ্গবন্ধুর জন্ম হয়েছিল। জাতীয় সংসদের স্পিকার এবং কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের চেয়ারপারসন শিরীন শারমিন চৌধুরী অনাড়ম্বর এক অনুষ্ঠানে বাংলাদেশ লাউঞ্জ উদ্বোধন করেন।
বাংলাদেশ মিশনের কর্মকর্তাদের সঙ্গে জাতিসংঘ সদস্য রাষ্ট্রগুলোর স্থায়ী প্রতিনিধি এবং সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। জাতিসংঘের ১৩৬তম সদস্য হিসেবে বাংলাদেশ অন্তর্ভুক্ত হয় ১৯৭৪-এর সেপ্টেম্বরে। এর ৪০ বছর পর ২০১৪ সালে এ লাউঞ্জ বরাদ্দ পায় বাংলাদেশ। সাধারণ অধিবেশন কক্ষের প্রবেশপথে অর্থাৎ মূল ভবনের দ্বিতীয় তলায় পশ্চিম ব্যালকনি হিসেবে পরিচিত ছিল এ এলাকাটি, এখন তা বাংলাদেশ লাউঞ্জ নামে পরিচিত হবে। পরিসর খুব বড় না হলেও এর অবস্থানটি চমৎকার বলেই বর্ণনা করছেন বাংলাদেশ মিশনের কর্মকর্তারা। লাউঞ্জে রয়েছে একটি শহীদ মিনার এবং বাংলাদেশের মানচিত্রখচিত একটি বড় বোর্ড। পাশে সোফাসেট এবং টি-টেবিল। বঙ্গবন্ধুর একটি প্রতিকৃতি টানানোর পরিকল্পনা রয়েছে বলে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি একেএ মোমেন জানিয়েছেন। উদ্বোধন করে এ লাউঞ্জটি বেশি ব্যবহারের পরামর্শ দেন শিরীন শারমিন। তিনি বলেন, এখানে বহুপাক্ষিক গুরুত্বপূর্ণ বিষয় আলোচিত হবে। এটা বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণে সদস্যদের সহায়তা করবে।