বাংলাদেশে সহায়তা অব্যাহত থাকবে ——-ব্রিটিশ উন্নয়ন সচিব

যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক স্থায়ী সচিব মার্ক লোকক বলেছেন, বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে খুবই জোরালো দ্বিপাক্ষিক সম্পর্ক রয়েছে। যুক্তরাজ্য বাংলাদেশের দীর্ঘদিনের উন্নয়ন অংশীদার। দারিদ্র্য দূর করে বাংলাদেশকে ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশে রূপ দিতে সহায়তা করতে পেরে যুক্তরাজ্য গর্বিত। বাংলাদেশে অর্থনৈতিক সহায়তা কার্যক্রম চালিয়ে যেতে যুক্তরাজ্য দৃঢ়প্রতিজ্ঞ। অধিকাংশ ছেলে-মেয়ের শিক্ষা নিশ্চিত করা, মানুষের নিরাপদ পানির ব্যবস্থা করা আর মহিলাদের নিরাপদে সন্তান জন্মদানে ব্যবস্থা করার কর্মসূচিতে যুক্তরাজ্য সহায়তা দিচ্ছে।

মার্ক লোকক গত ১৫ ও ১৬ মার্চ বাংলাদেশ সফর করেন। সফর শেষে দেয়া এক বিবৃতিতে তিনি এ কথা বলেন। মিরপুরে ইউসেপের একটি প্রকল্প সফরকালে তিনি শিশু ও অদক্ষ লোকদের শিক্ষা ও কারিগরি প্রশিক্ষণ কর্মসূচি স্বচক্ষে দেখেন। একটি তৈরি পোশাক তৈরির কারখানাও তিনি পরিদর্শনকালে শ্রমিকদের কর্ম পরিবেশ, নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে অবহিত হন। এছাড়া তিনি রাজধানীর কাকরাইলে ইউএনডিপির সহায়তায় ব্রিটিশ সাহায্যে পরিচালিত নগরায়ণ কর্মসূচি পর্যবেক্ষণ করেন। দরিদ্র জনগোষ্ঠী, বিশেষ করে নারী ও শিশুদের জীবনমান উন্নয়ন কার্যক্রম সম্পর্কে অবহিত হন। ব্র্যাকের চেয়ারপার্সন স্যার ফজলে হাসান আবেদের সঙ্গেও সাক্ষাত্ করেন। ব্র্যাকের উন্নয়ন কার্যক্রমে যুক্তরাজ্য বড় ধরনের সহায়তা দিচ্ছে।