কর্মসংস্থান, সক্ষমতা এবং ব্যবসায় ও রাজনৈতিক নেতৃত্ব—এ তিন সূচকেই বাংলাদেশের নারীরা এগিয়েছে। এর ফলে পুরুষের সঙ্গে তিনটি সূচকে নারীর ব্যবধান কমেছে।
প্রযুক্তিভিত্তিক লেনদেন সেবা প্রদানকারী বৈশ্বিক প্রতিষ্ঠান মাস্টারকার্ডের এক জরিপে এ তথ্য উঠে এসেছে। ২০১৪ সালের দ্বিতীয়ার্ধের ‘ইনডেক্স অব উইমেনস অ্যাডভান্সমেন্ট’ (আইডব্লিউএ) শীর্ষক জরিপটি করা হয়। মূলত শিক্ষা গ্রহণ করে নারীরা কর্মসংস্থান বা নেতৃত্বে কতটা আসতে পারছে, সেটি জানা যায় এ জরিপে।
জরিপে দেখা গেছে, বিগত আট বছরে প্রতিটি সূচকেই ধারাবাহিতভাবে বাংলাদেশের পয়েন্ট বেড়েছে। তার মানে হলো, বাংলাদেশের নারীদের অবস্থানের উন্নতি হয়েছে।
এ বছরের জরিপ বিশ্লেষণ করলে দেখা যায়, কর্মসংস্থান সূচকে বাংলাদেশ ৮৩ দশমিক ৩ পয়েন্ট পেয়ে দশম স্থানে আছে। এ সূচকে বাংলাদেশের পেছনে রয়েছে ভারত, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা, ফিলিপাইন ও ভিয়েতনাম। শিক্ষার মাধ্যমে নিজেদের উপযোগী বা সক্ষমতা গড়ে তোলার সূচকে ৮৭ দশমিক ৬ পয়েন্ট পেয়েছে বাংলাদেশ।
এ সূচকে বাংলাদেশের অবস্থান ১৪তম। শিক্ষার মাধ্যমে বাংলাদেশের নারীরা নিজেদের উপযোগী করার ক্ষেত্রে ভারত ও দক্ষিণ কোরিয়ার চেয়ে এগিয়ে আছে। তবে রাজনীতি বা ব্যবসায়ে নেতৃত্বের ক্ষেত্রে বাংলাদেশের নারীদের অবস্থান বেশ দুর্বল। ১৬ দেশের মধ্যে বাংলাদেশ সর্বশেষ অবস্থানে রয়েছে। বাংলাদেশের পয়েন্ট মাত্র ১২ দশমিক ১।
এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ১৬টি দেশের নারীর আর্থসামাজিক অবস্থান তুলে ধরতে জরিপটি চালানো হয়। ১৬ দেশের মধ্যে ৪৪ দশমিক ৬ পয়েন্ট পেয়ে সার্বিকভাবে ১৫তম স্থানে রয়েছে বাংলাদেশ।