বিনোদন প্রতিবেদক
প্রথমবারের মতো চাকমা ভাষায় বাংলাদেশে নির্মিত হলো স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মর থেংগারি’। এটি পরিচালনা করেছেন আদিবাসী নির্মাতা অং রাখাইন। ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ আয়োজিত ১৪তম ‘আমার ভাষার চলচ্চিত্র ১৪২১’ উৎসবে ‘মর থেংগারি (My Bicycle) ছবির বিশেষ প্রদর্শনী হতে যাচ্ছে। আদিবাসী চাকমা সমাজের জীবন ও সংগ্রাম নিয়ে চাকমা ভাষায় নির্মিত চলচ্চিত্র নিয়ে আজ বিকাল ৩টা ৩০ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি মিলনায়তনে সংবাদ সম্মেলন হবে।
শহরে টিকতে না পেরে আবার পাহাড়ের কোলে গ্রামে ফিরে আসে এক প্রান্তিক মানুষ কমল, সঙ্গে একমাত্র সম্বল একটি সাইকেল। কমলের ছোট ছেলেটা বাবা আর সাইকেলে উল্লসিত হয়ে উঠলেও স্ত্রী তার এ খালি হাতে বাড়ি ফেরা মোটেও ভালোভাবে নিতে পারে না। কমল ঠিক করে সে আর শহরে যাবে না। কিন্তু প্রত্যন্ত এলাকার পাহাড়ে কাজ কোথায়। সে বুদ্ধি করে তার সাইকেল নিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা শুরু করে। সাইকেল দিয়ে মানুষ পরিবহনের কাজটি শুরু করে। বিনিময়ে টাকা নেয়। সে টাকার মাধ্যমে সংসারের পাশাপাশি সামাজিক সাংস্কৃতিক অঙ্গনেও ভূমিকা রাখে। এরপর একসময় নেমে আসে সাইকেলটির ওপর হামলা। কারা যেন রাতের অন্ধকারে আসে কমলের স্বপ্ন ছিনিয়ে নিতে। ভাঙা সাইকেলটি পড়ে থাকে সামনেই। চলচ্চিত্রটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন কমলমনি চাকমা, ইন্দিরা চাকমা, ইউ চিং হ্লা রাখাইন, বিনয় কান্তি চাকমা, সুভাষ চাকমা, জরাডন চাকমা ও আনন্দ চাকমা।