সংসদ ভবন এলাকায় মেট্রোরেলের কাজ শুরু

জাতীয় সংসদ ভবন এলাকায় মেট্রোরেলের কাজ শুরু হয়েছে। নানা আলোচনা-সমালোচনার মধ্যেই গতকাল সকাল থেকে ভূ-তাত্তিক জরিপের কাজ শুরু করেছে ওই প্রকল্পের ঠিকাদার প্রতিষ্ঠান ডেভেলপমেন্ট কন্সট্রাকশনস লিমিটেড। যোগাযোগ মন্ত্রণালয়ের নেওয়া এ প্রকল্পে পরামর্শক হিসেবে রয়েছে এনকেডিএম অ্যাসোসিয়েশন।
সংসদ ভবনের পূর্ব পাশ মনিপুরি পাড়া এলাকা দিয়ে ওই রেললাইন বসানো হলে তা সংসদ ভবনের সৌন্দর্যহানি ঘটাবে বলে বিভিন্ন মহল থেকে অভিযোগ উত্থাপন করা হয়। সেটা জাতীয় সংসদের স্থপতি লুই আই কানের নকশা লঙ্ঘন হবে বলেও দাবি করা হয়। কিন্তু অভিযোগ আমলে না নিয়েই প্রকল্পের বাস্তবায়ন শুরু করা হয়েছে। গতকাল দুপুরে সংসদ ভবনের পূর্ব পাশের মনিপুরি পাড়ার গেট দিয়ে ঢুকতেই চোখে পড়ে মেট্রোরেলের নির্মাণকাজ। সেখানে দায়িত্ব পালনরত এক কর্মকর্তা জানান, সংশ্লিষ্ট দফতরগুলোকে জানিয়ে ভূ-তাত্ত্বিক জরিপের কাজ শুরু করা হয়েছে। বিজয় সরণি থেকে শুরু করে সংসদের পূর্ব পাশ দিয়ে একটি টানেলের মাধ্যমে খামারবাড়ি হয়ে ফার্মগেটে যাবে এই রেললাইন। তবে এই রেললাইন স্থাপনে সংসদ ভবনের ব্যাপক সৌন্দর্যহানি ঘটবে বলে দাবি করেছেন পরিবেশবাদীরা। এর মাধ্যমে লুই আই কানের নকশা লঙ্ঘনের পাশাপাশি হাইকোর্টের আদেশও অমান্য করা হবে। এ ছাড়া সংসদ এলাকার নিরাপত্তা নিয়েও প্রশ্ন দেখা দেবে বলে দাবি করা হয়েছে।
এ বিষয়ে গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী সেলিম খান সাংবাদিকদের জানান, কাজ শুরুর আগে মন্ত্রণালয়ের পক্ষ থেকে গণপূর্ত অধিদফতরকে অবগত করা হয়েছে। জাতীয় সংসদকেও বিষয়টি চিঠি দিয়ে জানানো হয়েছে। তিনি বলেন, মেট্রোরেল নির্মাণে সংসদ এলাকার তেমন কোনো ক্ষতি হবে না। শুধু খামারবাড়ি এলাকায় খেজুরবাগানের সাইডে সংসদের মূল ভবন এলাকায় সামান্য প্রবেশ করবে। ৪০ ফুট ওপর দিয়ে এই রেললাইনটি যাবে।