চলতি অর্থবছরের প্রথমার্ধে বাংলাদেশ রফতানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) বিনিয়োগ ও রফতানিতে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। বেপজার অধীন আটটি ইপিজেডে ২০১৪-১৫ অর্থবছরের প্রথম ছয় মাসে গত অর্থবছরের একই সময়ের তুলনায় বিনিয়োগে ১২ দশমিক ১৭ ও রফতানিতে ১১ দশমিক ৭২ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বেপজা কর্তৃপক্ষ।
চলতি অর্থবছরের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত আটটি ইপিজেডে চালু ৪৩৭টি এবং বাস্তবায়নাধীন ১২৩টি শিল্পে মোট বিনিয়োগ হয়েছে ২১৩ দশমিক ৩৯ মিলিয়ন মার্কিন ডলার। ২০১৩-১৪ অর্থবছরের একই সময়ে বিনিয়োগের পরিমাণ ছিল ১৯০ দশমিক ২৩ মিলিয়ন মার্কিন ডলার। অর্থাৎ চলতি অর্থবছরের প্রথমার্ধে বিনিয়োগ বৃদ্ধি পেয়েছে ১২ দশমিক ১৭ শতাংশ।
২০১৪-১৫ অর্থবছরের প্রথমার্ধে ইপিজেডের চালু শিল্পপ্রতিষ্ঠানগুলো থেকে ২ হাজার ৯০২ দশমিক ৬৮ মিলিয়ন মার্কিন ডলার সমমূল্যের পণ্য রফতানি হয়েছে। আগের অর্থবছরের একই সময়ে রফতানি হয়েছিল ২ হাজার ৫৯৮ দশমিক ৫৬ মিলিয়ন মার্কিন ডলার। এক্ষেত্রে রফতানি প্রবৃদ্ধি হয়েছে ১১ দশমিক ৭২ শতাংশ। ২০১৪ সালের ডিসেম্বর পর্যন্ত ইপিজেডগুলো থেকে মোট রফতানি হয়েছে ৪২ হাজার ৯৩০ দশমিক ৩৬ মিলিয়ন মার্কিন ডলার। উল্লেখ্য, গত অর্থবছরে জাতীয় রফতানিতে বেপজার অবদান শতকরা ১৮ দশমিক ৩০ ভাগ।