ছয় মাসে রেমিট্যান্স বেড়েছে ১০.০৩ শতাংশ

ডিসেম্বর শেষে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সে আবারও উচ্চ প্রবৃদ্ধি দেখা দিয়েছে। অর্থবছরের প্রথম ছয় মাসেই সাড়ে ৭০০ কোটি ডলারের রেমিট্যান্স দেশে এসেছে। যা গত অর্থবছরের একই সময়ের চেয়ে ১০ দশমিক ৩ শতাংশ বেশি।

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ পরিসংখ্যান থেকে এসব তথ্য জানা গেছে। পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায়, সদ্য সমাপ্ত ডিসেম্বর মাসে রেমিট্যান্স এসেছে ১২৫ কোটি ৮২ লাখ ডলার। আগের মাস নভেম্বরের চেয়ে যা সাড়ে ৬ শতাংশ বেশি। নভেম্বর মাসে এসেছিল ১১৮ কোটি ৩০ লাখ ডলার।

এ নিয়ে চলতি ২০১৪-১৫ অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) রেমিট্যান্সের পরিমাণ দাঁড়িয়েছে ৭৪৭ কোটি ডলার, যা গত অর্থবছরের একই সময়ের চেয়ে ১০ দশমিক ৩ শতাংশ বেশি। বাংলাদেশ ব্যাংকের ফরেক্স রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট বিভাগের মহাব্যবস্থাপক কাজী ছাইদুর রহমান সাংবাদিকদের বলেন, ঈদ ও দুর্গাপূজার ছুটির কারণে প্রায় এক সপ্তাহ ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকায় অক্টোবর মাসে রেমিট্যান্স কিছুটা কম এসেছিল। নভেম্বর ও ডিসেম্বর মাসে রেমিট্যান্স আগের ইতিবাচক ধারায় ফিরে এসেছে। অর্থবছরের বাকি ছয় মাসেও এই ধারা অব্যাহত থাকবে।

কাজী ছাইদুর রহমান আরো বলেন, প্রতিবছরই সেপ্টেম্বর-অক্টোবর মাসে রেমিট্যান্স প্রবাহে একটু ধীরগতি থাকে। নভেম্বর-ডিসেম্বর থেকে তা আবার বাড়ে। এবারও তাই হবে বলেই আভাস পাওয়া যাচ্ছে।