বতসোয়ানায় কর্পোরেট অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশি মনোবিজ্ঞানী মামুন

আফ্রিকার দেশ বতসোয়ানার স্বাস্থ্য মন্ত্রণালয় ২০১৪ সালের জন্য অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড প্রদান করেছে। বিভিন্ন সেক্টরে এই পুরস্কার প্রদান করা হয়। এর মধ্যে রয়েছে কর্পোরেট (লিডারশিপ ও ম্যানেজমেন্ট) অ্যাওয়ার্ড, ইনোভেশন অ্যাওয়ার্ড, পারফর্মার অব দ্য ইয়ার, লং সার্ভিস ও গুড কন্ডাক্ট সেক্টরে অ্যাওয়ার্ড। মোট ১৪১ জনকে এই পুরস্কারে পুরস্কিৃত করা হয়।

ঢাকায় প্রাপ্ত এক খবরে জানা যায়, সম্প্রতি বাংলাদেশের কৃতি সন্তান চিকিৎসা মনোবিজ্ঞানী মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন পুরস্কৃত হন । তিনি কর্পোরেট অ্যাওয়ার্ড ও পারফর্মার অব দ্য ইয়ার ক্যাটাগরিতে পুরস্কার অর্জন করেন। চতুর্থবারের মতো দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করে। ব্যক্তি ও প্রতিষ্ঠানকে স্বাস্থ্য সেক্টরে কাজ করার উৎসাহ দেবার জন্য এই পুরস্কার দেওয়া হয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অ্যাসিট্যান্ট মিনিস্টার , পার্লামেন্ট সেক্রেটারি, ডিরেক্টর অব হেলথ সার্ভিসেস, ডিপিস(কর্পোরেট সার্ভিসেস), সিনিয়র ম্যানেজার (কর্পোরেট সার্ভিসেস), ডিপিএস (প্রিভেন্টিভ হেলথ), অ্যাকটিং ডিরেক্টর ( এইচআইভি/এইডস প্রিভেনশন অ্যান্ড কেয়ার) অ্যাকটিং ডিপিএস ক্লিনিক্যাল সার্ভিসেস সহ উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।