কাগজ প্রতিবেদক : প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় মোট ২৬ লাখ ৮৩ হাজার ৭৮১ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে মোট ২৬ লাখ ২৮ হাজার ৮৩ জন উত্তীর্ণ হয়েছে। পাসের হার ৯৭ দশমিক ৯২ ভাগ। জিপিএ ৫ পেয়েছে ২ লাখ ২৪ হাজার ৪১১ জন।
এগিয়ে মেয়েরা : প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশ নেয়ার ক্ষেত্রে এবার মেয়েরা ছেলেদের চেয়ে এগিয়ে আছে। উত্তীর্ণদের মধ্যে ১২ লাখ ৮৭৬ জন ছাত্র ও ১৪ লাখ ২৭ হাজার ২০৭ জন ছাত্রী। গড় পাসের হারের দিক থেকেও মেয়েরা এগিয়ে আছে। ছাত্রদের পাসের হার ৯৭ দশমিক ৮৮ ভাগ এবং ছাত্রীদের পাসের হার ৯৭ দশমিক ৯৭ ভাগ।
সেরা শিক্ষা প্রতিষ্ঠান : ছাত্রছাত্রীর সংখ্যা, অনুপস্থিতির হার, জিপিএ ৫ প্রাপ্ত এবং পাসের হারের ভিত্তিতে রাজধানীর মিরপুরের মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ শীর্ষে অবস্থানে রয়েছে। দ্বিতীয় স্থানে রাজধানীর খিলগাঁওয়ের ন্যাশনাল আইডিয়াল স্কুল, তৃতীয় স্থানে রাজধানীর ক্যান্টনমেন্টের মাইল স্টোন প্রিপারেটরি কেজি স্কুল, চতুর্থ স্থানে রাজধানীর মতিঝিলের আইডিয়াল স্কুল এন্ড কলেজ এবং পঞ্চম স্থান অধিকার করেছে রাজধানীর রমনার ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ।
বিভাগে, জেলা ও উপজেলা তথ্য : পাসের হার বিবেচনায় এবার প্রাথমিক সমাপনীতে ৭ বিভাগের মধ্যে বরিশাল বিভাগ শীর্ষে রয়েছে। পাসের হার ৯৮ দশমিক ৭১ ভাগ। ৬৪ জেলার মধ্যে মুন্সীগঞ্জ জেলা প্রথম স্থানে রয়েছে। এর পাসের হার ১০০ শতাংশ। ৫০৯টি উপজেলা-থানার মধ্যে ২২টি উপজেলায় শতভাগ পাস করেছে।
বিশেষ চাহিদা সম্পন্ন পরীক্ষার্থী : সারা দেশে বিশেষ চাহিদাসম্পন্ন ৩ হাজার ৭২৮ জন ছাত্রছাত্রী পরীক্ষায় অংশ নেয়, যার মধ্যে ৩ হাজার ৫৬৩ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। পাসের হার ৯৫ দশমিক ৫৭ ভাগ।
ইবতেদায়ি শিক্ষা সমাপনী : এবার এবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় মোট ২ লাখ ৬৫ হাজার ৯৭৪ জন ছাত্রছাত্রী
অংশ নেয়। যার মধ্যে ২ লাখ ৫৫ হাজার ২৭৩ জন উত্তীর্ণ হয়েছে। পাসের হার ৯৫ দশমিক ৯৮ ভাগ। জিপিএ ৫ পেয়েছে ৬ হাজার ৫৪১ জন। উত্তীর্ণদের মধ্যে ১ লাখ ২৮ হাজার ৭১৩ জন ছাত্র ও ১ লাখ ২৬ হাজার ৫৬০ জন ছাত্রী।
ছেলেরা এগিয়ে : ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় ছাত্রদের সংখ্যা বেশি। গড় পাসের দিক থেকে ছেলেরা এগিয়ে আছে। ছাত্রদের পাসের হার ৯৬ দশমিক ১১ ভাগ এবং ছাত্রীদের পাসের হার ৯৫ দশমিক ৮৪।
সেরা মাদ্রাসা : নিবন্ধিত ছাত্রছাত্রী, উপস্থিতির হার, জিপিএ ৫ প্রাপ্ত এবং পাসের হারের ভিত্তিতে চট্টগ্রাম জেলার ডবলমুরিং থানার বায়তুশ শরফ কামিল (এমএ) মাদ্রাসা শীর্ষে রয়েছে। দ্বিতীয় স্থানে নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার মিরওয়ারিশপুর সিনিয়র মাদ্রাসা, তৃতীয় স্থানে ঢাকা জেলার ডেমরা থানার দারন্নাজাত সিদ্দীকিয়া কামিল মাদ্রাসা, চতুর্থ স্থানে ঢাকা জেলার মিরপুরের বাউনিয়াবাদ ইসলামিয়া আলিম মাদ্রাসা ও পঞ্চম স্থানে রয়েছে ঢাকা জেলার লালবাগের আব্দুর রাজ্জাক জামেয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা।
সেরা বোর্ড, জেলা ও উপজেলা : সর্ব্বোচ্চ পাসের হার বিবেচনায় ৭ বিভাগের মধ্যে বরিশাল বিভাগ শীর্ষে। ৯৯টি উপজেলায় শতভাগ পাস করেছে।
বিশেষ চাহিদাসম্পন্ন পরীক্ষার্থী : সারা দেশে বিশেষ চাহিদাসম্পন্ন ১০০ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয় যার মধ্যে ৯৫ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। পাসের হার ৯৫ শতাংশ।