শ্রীলংকায় ২৫ হাজার টন চাল রপ্তানির চুক্তি সই

সরকারিভাবে শ্রীলংকায় ২৫ হাজার টন সিদ্ধ চাল রপ্তানির লক্ষ্যে দুদেশের সরকারের মধ্যে বুধবার একটি চুক্তি স্বারিত হয়েছে। খাদ্য মন্ত্রণালয়ের সম্মেলন কে গতকাল বিকালে বাংলাদেশের পে চুক্তিতে স্বার করেন খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মো. সারওয়ার খান এবং শ্রীলংকার পে লংকা সাথোসা লিমিটেডের চেয়ারম্যান নালীন ফারনান্ডো। খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ও খাদ্য সচিব মুশফেকা ইকফাৎ এ সময় উপস্থিত ছিলেন।
চুক্তি স্বার শেষে খাদ্যমন্ত্রী সাংবাদিকদের জানান, ২৫ হাজার টন চাল রপ্তানির জন্য চুক্তি করা হয়েছে। প্রতি টন চালের মূল্য ধরা হয়েছে ৪৫০ মার্কিন ডলার। দেশটিতে বর্তমানে অনাকাক্সিক্ষত বৃষ্টির কারণে চাল খালাসে অসুবিধা হবে। তাই আপাতত ২৫ হাজার টন চাল নেবে তারা। পরবর্তী সময়ে সুবিধামতো বাকি চাল নেবে।
সরকারি পর্যায়ে এটাই প্রথম চাল রপ্তানি দাবি করে খাদ্যমন্ত্রী বলেন, রপ্তানির দিকে যাচ্ছি আমরা। এটা আমাদের গৌরবের বিষয়। কামরুল জানান, চুক্তি অনুযায়ী কয়েক দিনের মধ্যে দুটি জাহাজে করে চাল পাঠানো হবে। সবকিছু ঠিক থাকলে প্রতি টনে আমাদের ১৪ ডলার করে লাভ থাকবে।