ফেসবুকে ‘লাইকস’-এর ভিত্তিতে বিশ্বের শীর্ষ ৫০টি মহানগরীর তালিকায় ঢাকার অবস্থান ৩৪ নম্বরে। এ তালিকায় রোম, রিয়াদ, ব্যাঙ্গালোর, কলকাতা, সিঙ্গাপুর, চেন্নাই, বার্লিন নগরীকে পেছনে ফেলেছে ঢাকা।
তালিকার শীর্ষে রয়েছে নিউইয়র্ক, দ্বিতীয় অবস্থানে প্যারিস এবং তৃতীয় অবস্থানে রয়েছে লন্ডন। ফেসবুক ব্যবহারকারীদের রায়েই এই অবস্থান নির্ধারিত হয়েছে।
বিশ্বের সকল নগরীর জন্য ফেসবুকের প্রোফাইল পেজ রয়েছে এবং এগুলো দেশের উইকিপিডিয়া পেজের সঙ্গে যুক্ত। এই তালিকা তৈরি করেছে ট্রাভেল কোম্পানি ফাস্ট বুকিং ডট কম।
ফেসবুকে নিউইয়র্ক ‘লাইকস’ পেয়েছে ১৫,৩৬৩,৭১৪টি। দ্বিতীয় অবস্থানে প্যারিস ৯,১৪৫,৯৩৯টি এবং লন্ডন পেয়েছে ৮,৫৪৬,১৭৫টি ‘লাইকস’।
৩৪তম অবস্থানে ঢাকা পেয়েছে ৮৯০,৫৭৫টি লাইকস। ঢাকার পরেই ৩৫তম অবস্থানে রোম পেয়েছে ৮৬৫,০৩৫টি লাইকস। এ ক্ষেত্রে কলকাতার অবস্থান ৪৩ নম্বরে, লাইকস সংখ্যা ৭৬১,০৭৮। সিঙ্গাপুর ৪৫তম অবস্থানে ‘লাইকস’ পেয়েছে ৭৫৪,৫৪৩টি। তালিকার ৫০তম অবস্থানে থাকা বার্লিন পেয়েছে ৬৮৭,৭২৬টি লাইকস। খবর ডেইলি মেইল।