একনেকে ২২২৮ কোটি টাকার প্রকল্প অনুমোদন

২ হাজার ২’শ ২৮ কোটি টাকার ৭ টি প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি-একনেক। সোমবার সকালে রাজধানীর আগারগাঁওয়ের এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এ প্রকল্পগুলোর অনুমোদন দেয়া হয়।
এরমধ্যে সরকারি তহবিল থেকে ব্যয় হবে ১ হাজার ২’শ ৭২ কোটি ২৮ লাখ টাকা। প্রকল্প সাহায্য ধরা হয়েছে ৭’শ ৫ কোটি ১২ লাখ টাকা এবং প্রকল্পগুলোর নিজস্ব তহবিল থেকে আড়াই’শ কোটি ৮২ লাখ টাকা।
বৈঠকে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং মন্ত্রীপরিষদের অন্যান্য সদস্য ও সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বৈঠকটি চলতি অর্থবছরের ১২’ তম বৈঠক