বাংলাদেশ ভাঙতে যাচ্ছে টেস্ট ইতিহাসের ১২৮ বছরের রেকর্ড !

১২৮ বছর আগের একটি টেস্ট ইতিহাস। এখন পর্যন্ত একটি দল ছাড়া কোন টেস্ট খেলুড়ে দেশের পক্ষে সেই ইতিহাসে নিজেদের যুক্ত করার সামর্থ্য হয়নি। সুযোগ এলেও তা হাতছাড়া হয়েছে। তবে বাংলাদেশের সামনে সেই সুযোগ এসেছে। চট্টগ্রামে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচটি জিততে পারলেই সেই ইতিহাসে দ্বিতীয় দেশ হিসেবে ঢুকে যাবে বাংলাদেশ। ১৮৭৭ সালের ১৫ মার্চ টেস্ট ক্রিকেট খেলা শুরু হয়। এরপর ১৪ অথবা ১৫ বছরে একাধিক তিন, চার অথবা ৫ টেস্টের সিরিজ খেলেছে ইংল্যান্ড। কিন্তু একবারই শুধু তিন ম্যাচের সিরিজের প্রতিটি টেস্ট জিতে দলটি। সেটি ১৮৮৬ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে। এছাড়া আর কোন দলই এ কৃতিত্ব দেখাতে পারেনি। ১৮৭৭ সালের ১৫ মার্চ টেস্ট খেলা শুরু করে অস্ট্রেলিয়া তিন বা তার চেয়ে বেশি টেস্টের সিরিজ খেলেছে ৭টি। কিন্তু একবারও প্রতিপক্ষকে হোয়াইট ওয়াশ করতে পারেনি। ২০০০ সালের ১০ নভেম্বর বাংলাদেশ দল প্রথম টেস্ট ভুবনে প্রবেশ করে। মাত্র ২ দিন আগেই বাংলাদেশের টেস্ট বয়স ১৫ বছরে পা রেখেছে। সেই হিসেবে চট্টগ্রামে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করতে পারলেই সেই বিরল গৌরব অর্জন করবে বাংলাদেশ দল। আজ বাংলাদেশ সময় সাড়ে ৯টায় সাগরিকাতে সেই ইতিহাস ছুঁতে মাঠে নামবে মুশফিকুর রহীম বাহিনী। গত ১৪ বছরে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলেছে বাংলাদেশ দুইবার। ২০০৩ সালে পাকিস্তানের বিপক্ষে ৩ ম্যাচের সিরিজটিই ছিল প্রথম। সেটিতে বাংলাদেশ হোয়াইটওয়াশ হয়। দ্বিতীয়টি ছিল ২০০৭ সালে শ্রীলঙ্কার বিপক্ষে। সেটিতেও বাংলাদেশের পরিণতি হোয়াইটওয়াশ। কিন্তু ৭ বছর পর বাংলাদেশ যখন তৃতীয়বার তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে নামছে তখন দৃশ্যপট ভিন্ন। বাংলাদেশ এরই মধ্যে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়েও গেছে। আর একটি ম্যাচ জিততে পারলেই সেই ইতিহাসে নিজেদের নাম লেখাবে এই পর্যন্ত ৮৭টি টেস্ট খেলা টাইগাররা। এ পর্যন্ত ৪৪টি টেস্ট সিরিজ খেলেছে বাংলাদেশ দল। এর মধ্যে ২৭টি ২ ম্যাচের, ১৩টি ১ ম্যাচের ও একটি ত্রিদেশীয় টেস্ট সিরিজ। তবে সিরিজ জেতার সৌভাগ্য হয়েছে মাত্র তিনটিতে-এর মধ্যে জিম্বাবুয়েরর বিপক্ষে ২ বার ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একবার। শুধু তাই নয়, হোয়াইট ওয়াশ করার ইতিহাসটিও হবে দ্বিতীয়বারের মতো। ২০০৯ সালে একবারই ২ ম্যাচের সিরিজে বাংলাদেশ কোন টেস্ট খেলুড়ে দেশকে হোয়াইট ওয়াশ করতে সক্ষম হয়েছিল।অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজ ১৯২৮ সালের ২৩শে জুন টেস্ট ক্রিকেট খেলা শুরু করে। সেই থেকে প্রথম ১৪ অথবা ১৫ বছরে ৬টি টেস্ট সিরিজ খেলে। প্রতিটিই ৩ বা তার অধিক টেস্টের সিরিজ। একটিতেও প্রতিপক্ষকে হোয়াইট ওয়াশ করতে পারেনি। পাকিস্তান ১৯৫২ সালের ১৬ই অক্টোবর শুরু করে প্রথম ১৪ অথবা ১৫ বছরে ১২ টি তিন অথবা অধিক টেস্টের সিরিজ খেলেছে। কিন্তু কোন দলকেই হোয়াইট ওয়াশ করতে পারেনি। একই অবস্থা শ্রীলঙ্কা, জিম্বাবুইয়ে, ভারত, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ডেরও।