ভারতের অর্থায়নে ঈশ্বরদিতে কন্টেইনার ডিপো হবে

ভারত সরকারের অর্থায়নে অচিরেই ঈশ্বরদিতে একটি কন্টেইনার ডিপো স্থাপন করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার পঙ্কজ শরন। তিনি বলেন, ‘আমাদের সমীক্ষা চলছে ও খুব শিগগিরই কাজ শুরু হবে।’
গতকাল সোমবার বিকেলে বেনাপোল সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশন মিলনায়তনে বন্দর, কাস্টমস ও সিএন্ডএফ এজেন্ট ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
পঙ্কজ শরন বলেন, ভারত সরকার বাংলাদেশিদের জন্য ভিসা পদ্ধতি আরও সহজ করতে চায়। যদিও সামান্য সমস্যা রয়েছে তা জরুরি সমাধানের চেষ্টা চলছে। ব্যবসায়ীদের জন্য মাল্টিপল ভিসা আরও বৃদ্ধি করা হবে।
তিনি বলেন, ‘ভারত বাংলাদেশের সঙ্গে সব সময় ভালো সম্পর্ক রাখতে চায়। উভয় দেশের মধ্য ব্যবসা-বাণিজ্য আরও সম্প্রসারণ করতে চায় ভারত।’
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন হাইকমিশনারের ফাস্ট সেক্রেটারি বিজয় সেল ভারেজ, কাস্টমস কমিশনার মাহবুবুজ্জামান, বেনাপোল বন্দরের পরিচালক নিতাই চন্দ্র সেন, বেনাপোল সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশন’র সভাপতি মফিজুর রহমান সজন, সিএন্ডএফ এজেন্ট ফেডারেশনের মহাসচিব আলহাজ্ব শামসুর রহমান, সাধারণ সম্পাদক এমদাদুল হক লতা, খাইরুজ্জামান মধু, মহসিন মিলন, ভারত বাংলাদেশ চেম্বারের বর্ডার সাব কমিটির চেয়ারম্যান মতিয়ার রহমান মতি প্রমুখ। খবর বাসস।