বাংলাদেশে দ্রুতই বাড়ছে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা। গত এক বছরে দেশে এ সংখ্যা বেড়ে হয়েছে ৪২ লাখ ৯৮ হাজার ৮১৫ জন।
বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনের (বিটিআরসি) ওয়েবসাইটের সূত্র বলছে, ২০১৩ সালের সেপ্টেম্বরে দেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ছিল ৩ কোটি ৬৫ লাখ ৩৩ হাজার ৫৭২ জন। চলতি বছরের আগস্ট অবধি এ সংখ্যা দাঁড়িয়েছে ৪ কোটি ৮ লাখ ৩২ হাজার ৩৮৭।
এর মধ্যে মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ৩ কোটি ৯৩ লাখ ২৮ হাজার ৬১৩। ওয়াইম্যাক্স ইন্টারনেট ব্যবহারকারীরর সংখ্যা ২ লাখ ৭১ হাজার ৮১৩। বাকিরা ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার ও পিএসটিএন এর মাধ্যমে ইন্টারনেট উপভোগ করেন।