স্টেরয়েড ব্যবহার করে গরু মোটাতাজাকরণ নিয়ে জনমনে শঙ্কার প্রেক্ষাপটে কোরবানির পশুর গুরুত্বপূর্ণ হাটগুলোতে মেডিকেল টিম রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। মত্স্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. আলী নূর এ তথ্য জানিয়েছেন। প্রয়োজনে ক্রেতারা কোরবানির পশু পরীক্ষা করিয়ে নিতে পারবেন।
তিনি বলেন, ঢাকার সব অস্থায়ী পশুরহাট এবং প্রতি জেলা ও উপজেলার গুরুত্বপূর্ণ হাটগুলোতে কোরবানির পশুর স্বাস্থ্য পরীক্ষার জন্য মেডিকেল টিম কাজ করবে।
পশুর শরীরে ক্ষতিকর উপাদান পরীক্ষায় রাজধানীর কোরবানির হাটগুলোতে পশু চিকিত্সক নিয়োগের নির্দেশনা চেয়ে সোমবারই হাইকোর্টে একটি রিট আবেদন হয়।
এ বিষয়ে আদালতের নির্দেশনা আসার আগেই হাটে পশু চিকিত্সক নিয়োগের সিদ্ধান্ত জানাল মন্ত্রণালয়।
প্রতি বছরই কোরবানির হাটে কৃত্রিমভাবে মোটা করা পশু, বিশেষ করে গরু বিক্রি হয়। লাভের আশায় পশু ব্যবসায়ীরা গরু মোটাতাজা করতে স্টেরয়েডজাতীয় (ডেক্সামেথাসন বা ডেকাসন, বেটামেথাসন ও পেরিঅ্যাকটিন) ওষুধ ব্যবহার করে বলে অভিযোগ রয়েছে।