ফের ইরাকে শ্রমিক পাঠানো শুরু

সহিংসতা ছড়িয়ে পড়ার কারণে প্রায় আড়াই মাস বন্ধ থাকার পর ইরাকে আবারও বাংলাদেশী শ্রমিক পাঠানো শুুর হয়েছে। বুধবার ১৩ জন শ্রমিক ইরাকের উদ্দেশেও যাত্রা করেছেন। প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, বুধবার সকালে ১৩ জন শ্রমিক ইরাকে গিয়েছে। সেখানে তারা হানওয়া কোম্পানিতে কাজ করবে। আগামী এক সপ্তাহের মধ্যে বাংলাদেশ থেকে ১৪শ’ শ্রমিক ইরাকে যাবে। তাদের কর্মস্থলে নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। ইরাকের যেসব স্থানে বাংলাদেশী শ্রমিকরা কাজ করবেন সেখানে কোন সংঘাতময় পরিস্থিতি নেই।
উল্লেখ্য এর আগে চলতি বছরের ১৫ জুন কিছু বাংলাদেশী শ্রমিকের ইরাকে যাওয়ার কথা ছিল, ইউনিক ইস্টার্ন, ক্যারিয়ার ওভারসিস, রাজ ওভারসিস, ম্যানেজ পাওয়ার এই ৪টি রিক্রুটিং এজেন্সি তাদের পাঠানোর কাজ করছিল। তবে তা সংঘাতময় পরিস্থিতির কারণে বন্ধ করা হয়।

ইরাকের ক’টি স্থান নতুন সশস্ত্র জঙ্গী সংগঠন আইএসের নিয়ন্ত্রণে চলে গেছে। তাদের প্রতিহত করতে সেসব স্থানে যুক্তরাষ্ট্র বিমান অভিযান শুরু করেছে।