সাইফুর রহমান ওসমানী। ডানে তাঁর শপথ গ্রহণের দৃশ্য।যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের মরেনো ভেলি সিটি হলের পার্ক অ্যান্ড রিক্রিয়েশন বিভাগের কমিশনার পদে নির্বাচিত হয়েছেন বাংলাদেশি সাইফুর রহমান ওসমানী। ২০১৭ সাল পর্যন্ত তিনি এই পদে বহাল থাকবেন। লস অ্যাঞ্জেলেস থেকে ৫০ মাইল দূরে মরেনো ভেলির অবস্থান। এই সিটির লোকসংখ্যা প্রায় দুই লাখ। এর মধ্যে বাংলাদেশিদের সংখ্যা প্রায় ৩০০।
মরেনো ভেলি সিটি হলের কমিশনার পদের জন্য সাইফুরসহ আরও কয়েকজন প্রার্থী ছিলেন। গত মাসে অনুষ্ঠিত মরেনো ভেলির মেয়র ও কাউন্সিলরদের এক বৈঠকে সংখ্যাগরিষ্ঠ ভোটে তিনি নির্বাচিত হন। এরপর তাঁকে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।
১৪ আগস্ট সিটি হলে সিটি ক্লার্ক জেইন হলস্টেট কমিশনার সাইফুর রহমান ওসমানীকে আনুষ্ঠানিক শপথবাক্য পাঠ করান। সাইফুর রহমান ওসমানী প্রথম বাংলাদেশি, যিনি দক্ষিণ ক্যালিফোর্নিয়ার মরেনো ভেলি সিটিতে কমিশনার পদে নিয়োগ পেলেন।
সাইফুর প্রায় নয় বছর ধরে সপরিবারে মরেনো ভেলি শহরে বাস করছেন। এর আগে তিনি লস অ্যাঞ্জেলেসে বাস করতেন। তাঁর নেতৃত্বে কালিফোর্নিয়াপ্রবাসী বাংলাদেশিরা গঠন করেছেন ‘বাংলাদেশি আমেরিকান ক্যালিফোর্নিয়া সোসাইটি’। এই সংগঠন মনেরো ভেলি শহরে সিটি হল আয়োজিত ৪ জুলাইয়ের সেলিব্রেশন প্যারেডে কয়েকবার অংশ নেয়। ২০১২ ও ২০১৩ সালে পরপর দুবার সংগঠনটি সেরা ম্যাচিং দল হিসেবে ট্রফি লাভ করে।
সাইফুর রহমান ওসমানী লস অ্যাঞ্জেলেসে প্রথম বাংলা বেতার অনুষ্ঠান ‘ভয়েস অব বাংলাদেশ’, অনলাইনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ওপর বাংলাদেশের কেন্দ্রীয় শহীদ মিনারের ছবি দিয়ে প্রথম একুশের স্মারক ডাকটিকিট চালু করেন। তিনি ভয়েস অব আমেরিকা ও চ্যানেল আইয়ের লস অ্যাঞ্জেলেস এবং হানিফ সংকেতের ইত্যাদি অনুষ্ঠানের হলিউড প্রতিনিধি।
মরেনো ভেলি সিটি হলের কমিশনার হিসেবে সাইফুর রহমান ওসমানীর এই নিয়োগ ক্যালিফোর্নিয়ায় বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে। কালিফোর্নিয়াপ্রবাসী বাংলাদেশিরা তাঁর এই নিয়োগে অভিনন্দন জানিয়েছেন।