দেশী সেলফোন হ্যান্ডসেট ব্র্যান্ড ওকে মোবাইলের উদ্বোধন

আনুষ্ঠানিকভাবে যাত্রা করল দেশী সেলফোন হ্যান্ডসেট ব্র্যান্ড ওকে মোবাইল। সরকারি-বেসরকারি অংশীদারিত্বের ভিত্তিতে প্রতিষ্ঠা হয়েছে ব্র্যান্ডটি। গতকাল রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে ওকে মোবাইলের বাজারজাতকরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদ্য বিদায়ী ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আবু বকর সিদ্দিক। এতে আরো উপস্থিত ছিলেন ওকে মোবাইলের চেয়ারম্যান খন্দকার জামিল উদ্দিন, ব্যবস্থাপনা পরিচালক নাহিদ নওরিন জাহান ও প্রধান নির্বাহী কর্মকর্তা মুজিবর রহমানসহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা।
রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান টেলিফোন শিল্প সংস্থার (টেশিস) সঙ্গে যৌথভাবে ইনডিগো বিডি ও শান্তা গ্রুপ ওকে মোবাইল ব্র্যান্ড সংযোজন ও বাজারজাত করছে। টেশিসের কারখানা প্রাঙ্গণে ওকে মোবাইলের হ্যান্ডসেট সংযোজনের কারখানা স্থাপন করা হয়েছে।
আবু বকর সিদ্দিক বলেন, সরকারি-বেসরকারি অংশীদারিত্বের ভিত্তিতে প্রতিষ্ঠিত ওকে মোবাইল স্বল্পমূল্যে মানসম্পন্ন হ্যান্ডসেট গ্রাহকদের কাছে পৌঁছে দেয়ার মাধ্যমে থ্রিজির প্রসারে ভূমিকা রাখতে পারবে বলে আশা প্রকাশ করেন তিনি।
খন্দকার জামিল উদ্দিন বলেন, ওকে মোবাইল দেশে সংযোজিত প্রথম হ্যান্ডসেট। এ ব্র্যান্ডের হ্যান্ডসেটের মানোন্নয়নে নিজস্ব গবেষণা ও উন্নয়ন কেন্দ্র স্থাপন করা হবে। আগামীতে নিজস্ব ডিজাইন ও প্রযুক্তিতে দেশেই আরো উন্নত মানসম্পন্ন হ্যান্ডসেট তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এ কেন্দ্র।
নাহিদ নওরিন জাহান বলেন, বাজারের অনেক হ্যান্ডসেটেই প্রত্যাশা অনুযায়ী গতি ও ব্যাটারির ক্ষমতা পান না ক্রেতারা। এসব দিক লক্ষ রেখেই ক্রেতার সাধ্যের মধ্যে উন্নত প্রযুক্তিসম্পন্ন হ্যান্ডসেট বাজারজাত করবে ওকে মোবাইল। পাশাপাশি বিক্রয়োত্তর সেবার বিষয়ে বিশেষ গুরুত্ব দেয়া হবে।
প্রতিষ্ঠানটি সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে চারটি মডেলের হ্যান্ডসেট বাজারজাত করা হচ্ছে। তবে শিগগিরই আরো নতুন মডেলের হ্যান্ডসেট নিয়ে আসবে ওকে মোবাইল। এছাড়া দেশে ট্যাবলেট পিসি, পিএসটিএন হ্যান্ডসেট, ইন্টারনেট মডেম তৈরি ও বাজারজাতকরণের পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির।
এরই মধ্যে রাজধানীতে দুটি গ্রাহকসেবা কেন্দ্র স্থাপন করেছে প্রতিষ্ঠানটি। এর একটি মোতালেব প্লাজায় ও অন্যটি সুন্দরবন স্কোয়ারে। পর্যায়ক্রমে সারা দেশে ১৬টি আউটলেট স্থাপনের পাশাপাশি তৃতীয় পক্ষের দ্বারা পরিচালিত আরো ৩৪টি ব্র্যান্ডেড আউটলেট স্থাপন করবে ওকে মোবাইল।