নতুন উদ্যোক্তাদের এক শ’ কোটি টাকার ঋণ প্রণোদনায় ফান্ড গঠন

অর্থনৈতিক রিপোর্টার ॥ নতুন উদ্যোক্তাদের ঋণ দিতে এক শ’ কোটি টাকার একটি পুনর্অর্থায়ন তহবিল গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। আগে কখনও কোন ধরনের ব্যবসায়িক উদ্যোগে সম্পৃক্ত ছিলেন না এমন উদ্যোক্তাদের মাঝে এ ঋণ বিতরণ করা হবে। কটেজ, অতিক্ষুদ্র ও ক্ষুদ্র খাতের নতুন উদ্যোক্তারা এ তহবিলের আওতায় ব্যাংকের মাধ্যমে সর্বোচ্চ ১০ শতাংশ সুদে ঋণ পাবেন। জামানত ছাড়া ১০ লাখ টাকা এবং জামানত দিয়ে ২৫ লাখ টাকা পর্যন্ত ঋণ নেয়া যাবে। বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংক এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করে ব্যাংকগুলোতে পাঠিয়েছে।
তহবিল গঠনের কারণ ব্যাখ্যা করে প্রজ্ঞাপনে বলা হয়েছে, কুটির শিল্প, অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি খাত উন্নয়নের মাধ্যমে অধিক কর্মসংস্থান নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংক ব্যাংকগুলোকে পুনর্অর্থায়ন সুবিধা দিয়ে আসছে। তবে লক্ষ্য করা যাচ্ছে, নতুন উদ্যোক্তাদের উদ্যোগ গ্রহণে ব্যাংকঋণ পাওয়া কঠিন হওয়ায় তাদের পক্ষে উদ্যোগ উন্নয়ন ব্যাহত হয়ে বেশি করে কর্মসংস্থান সৃষ্টি করা সম্ভব হচ্ছে না। বিষয়টি বিবেচনায় নিয়ে সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠান থেকে পরিচালিত উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচীর অধীনে নির্বাচিত, প্রশিক্ষিত বা স্বপ্রশিক্ষিত নতুন উদ্যোগে আগ্রহী উদ্যোক্তাদের অর্থায়ন করতে এই তহবিল চালু করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, নতুন উদ্যোক্তাকে মোট প্রকল্প ব্যয়ের অন্তত ২০ শতাংশ বহন করতে হবে। এর পর এক, তিন ও পাঁচ বছর মেয়াদে তিনি ঋণ নিতে পারবেন। এক বছর মেয়াদে নেয়া ঋণ এককালীন পরিশোধ করলেও তিন ও ৫ বছর মেয়াদী ঋণ কিস্তিতে পরিশোধের সুযোগ থাকবে। আর প্রতিটি ক্ষেত্রে ঋণের সর্বনিম্ন গ্রেস পিরিয়ড দিতে হবে তিন মাস। এই তহবিল থেকে ব্যাংকগুলো ৫ শতাংশ সুদে ঋণ নিয়ে সর্বোচ্চ ১০ শতাংশ সুদে গ্রাহক পর্যায়ে বিতরণ করবে। তহবিল থেকে অর্থ নিতে ব্যাংকগুলোকে কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে চুক্তিবদ্ধ হতে বলা হয়েছে। কোন ব্যাংক ভূল তথ্য দিয়ে কেন্দ্রীয় ব্যাংক থেকে অর্থ নিলে ব্যাংক রেটের দ্বিগুণ সুদসহ তার থেকে এককালীন পুরো অর্থ আদায় করা হবে বলে সতর্ক করা হয়েছে। ঋণ গ্রহীতা নির্বাচন, ঋণ মঞ্জুরি, বিতরণ, দলিল সম্পাদন, ডেট-ইকুইটি অনুপাত, মার্জিন, ঋণের বিপরীতে বীমাকরণ, ঋণের সদ্ব্যবহার ও তদারকী ঋণ প্রদানকারী ব্যাংক ও নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানসমূহের নিজস্ব বিধিবিধান ও ব্যাংকার-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে নির্ধারিত হবে। নতুন উদ্যোক্তার যোগ্যতার বিষয়ে বলা হয়েছে, প্রস্তাবিত উদ্যোগের বিষয়ে যথাযথ কারিগরি শিক্ষা ও জ্ঞান থাকতে হবে। উদ্যোক্তার বয়স ১৮-৪৫ বছরের মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে।