নেপালে জনপ্রিয় হচ্ছে বাংলাদেশি ব্র্যান্ড ওয়ালটন

ঢাকা: সাশ্রয়ী মূল্য এবং উচ্চমানের কারণে নেপালে জনপ্রিয় হচ্ছে বাংলাদেশি ব্র্যান্ড ওয়ালটন। এ সম্ভাবনাকে কাজে লাগিয়ে পণ্য বিপণনে সমন্বিত উদ্যোগ নিতে যাচ্ছে ওয়ালটন।
বর্তমানে নেপালের বাজারে রপ্তানি হচ্ছে ওয়ালটনের ফ্রিজ, টেলিভিশন এবং এয়ারকন্ডিশন। শিগগিরই নেপালের বাজারে মোবাইলসহ অন্যান্য পণ্য রপ্তানি করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি।
নেপালে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি (ট্রেড প্রমোশন অ্যান্ড কালচার) খান মো. মইনুল হোসেন বলেন, নেপালের বাজারে সবচেয়ে সম্ভাবনাময় পণ্য এখন ওয়ালটন। প্রতিদ্বন্দ্বী কোম্পানির পণ্যের চেয়ে ওয়ালটনের পণ্যের মূল্য কম হওয়াই মূল কারণ। আর মানের বিষয়টিতো রয়েছে।
তিনি আরও বলেন, নেপালের বাজারে শুল্কমুক্ত পণ্য প্রবেশের বিষয়ে খুব শিগগিরই নেপালের সঙ্গে বাংলাদেশের একটি চুক্তি হতে যাচ্ছে। চুক্তি হলে ওয়ালটন পণ্যের দাম আরও কমে যাবে।
নেপালে ওয়ালটনের সোল ডিস্ট্রিবিউটর রিডা ইনকরপোরেটেড পরিচালক সরফরাজ আনসারি বলেন, নেপালের মানুষ ওয়ালটন পণ্য নিয়ে খুবই সন্তুষ্ট। সাশ্রয়ী মূল্য এবং উচ্চমান এর প্রধান কারণ। তাছাড়া ওয়ালটন পণ্যে রং এবং মডেল বৈচিত্র এতো বেশি যা অন্য কোনো ব্র্যান্ডে নেই।