চলতি বছর বিশ্বের ক্ষমতাধর শীর্ষ ১০০ নারীর তালিকায় স্থান পেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তালিকার ৪৭তম স্থানে আছেন তিনি। চতুর্থবারের মতো শীর্ষস্থানে রয়েছেন জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল। গত বুধবার যুক্তরাষ্ট্রভিত্তিক প্রভাবশালী ম্যাগাজিন ফোর্বস এ তালিকা প্রকাশ করে।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান জ্যানেট ইয়েলিন। তৃতীয় স্থানে আছেন ধনকুবের বিল গেটসের স্ত্রী ও দাতব্য প্রতিষ্ঠান মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের সহ-প্রধান মেলিন্ডা গেটস। চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছেন যথাক্রমে ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রৌসেফ এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রধান ক্রিস্টিন ল্যাগার্দে।
শীর্ষ দশে আরো রয়েছেন সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন, জেনারেল মোটরসের সিইও মেরি বারা, মার্কিন ফার্স্ট লেডি মিশেল ওবামা, ফেসবুক কর্মকর্তা সিরেল সেন্ডবার্গ ও আইবিএমের সিইও ভার্জিনিয়া রমিটি।