ঢাকা: পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফ কামাল জানিয়েছেন, বিদ্যুত খাতে জাপান বড় ধরনের বিনিয়োগ করতে আগ্রহী। দুই হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে জাপানকে সহায়তার আহ্বান জানানো হয়েছে বলেও জানান মন্ত্রী।
বুধবার বিকেলে শেরে বাংলানগর পরিকল্পনা মন্ত্রণালয়ে জাপানের রাষ্ট্রদূত শিরো সাদোশিমার সঙ্গে বৈঠক শেষে মন্ত্রী এ তথ্য জানান।
মন্ত্রী আরও বলেন, বিদ্যুৎ সেক্টরে সহযোগিতা করতে ইতিবাচক মনোভাব প্রকাশ করেছেন। কক্সবাজার জেলার মহেশখালীর মাতাবাড়িতে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রে সহায়তা করবে জাপান।
মুস্তফা কামাল বলেন, বিশেষ অর্থনীতি জোন নির্মাণেও সাহায্য করবে দেশটি, যেখানে আড়াই হাজার শিল্প ইউনিট থাকবে। এছাড়া নদী ব্যবস্থাপনা ও যোগাযোগ খাতেও সাহায্য করবে তারা।
ভারত ও মায়ানমারে প্রচুর পরিমাণে বিনিয়োগ করে থাকে জাপান। বাংলাদেশকেও তারা একইভাবে সাহায্য করবে মধ্যম আয়ের দেশ গড়ার লক্ষ্যে- জানান মন্ত্রী।
পরিকল্পনা মন্ত্রী জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলতি মাসের শেষের দিকে জাপান সফরে যাবেন সার্বিক বিষয়ে আলোচনার জন্য।
জাপানের রাষ্ট্রদূত শিরো সাদোশিমা জানান, অন্যান্য খাতে যেমন সহায়তা করেছি একইভাবে বিদ্যুৎ খাতেও সাহায্য করবো। এই বিষয়ে দুই দেশের মধ্যে বিস্তারিত আলাপ আলোচনা হবে। যেহেতু বাংলাদেশের প্রধানমন্ত্রী জাপানে যাচ্ছেন, বিদ্যুৎ খাতকে গুরুত্ব দিয়ে দুই দেশের মধ্যে তখন আলোচনা হবে।