তথ্যপ্রযুক্তিতে মেধাবী তরুণদের কাজের সুযোগ করে দিতে বাংলাদেশ থেকে আরো জনবল নিতে চায় কোরিয়ান ইলেকট্রনিক্স জায়ান্ট স্যামসাং ইলেকট্রনিক্স। বাংলাদেশে স্থাপিত বহুজাতিক এ কম্পানির গবেষণা ও উন্নয়ন কেন্দ্রের জনবল ডিসেম্বরের মধ্যে এক হাজার ছাড়াবে। বর্তমানে ‘স্যামসাং আরঅ্যান্ডডি ইনস্টিটিউট বাংলাদেশে (এসআরবিডি)’ কাজ করছে ৬৩০ তথ্যপ্রযুক্তি দক্ষ জনশক্তি। এভাবে বাংলাদেশের তরুণদের মেধার সর্বোচ্চ বিকাশের পথ তৈরী করে দিয়েছে স্যামসাং ইলেকট্রনিকস।
গতকাল টেলিকমিউনিকেশন এবং তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক রাজধানীর পান্থপথে স্যামসাংয়ের গবেষণা সেন্টার পরিদর্শনকালে তাকে এসব তথ্য জানানো হয়। এসআরবিডি’র এমডি ন্যামকীউ লি বলেন, ‘এ দেশে তথ্যপ্রযুক্তি খাতের অনেক ভালো সম্ভাবনা রয়েছে। বিশেষকরে প্রতিবছর তথ্যপ্রযুক্তি খাতে দক্ষ যে সব কর্মী বের হচ্ছে তারা সংখ্যায় কম নয়। বড় বড় কম্পানিতে কাজ করার সক্ষমতা এদের থাকলেও দেশে সুযোগ না পেয়ে তাদের বিদেশে যেতে হয়। এতে বাংলাদেশ তার মেধাবীদের হারায়। এ গবেষণা প্রতিষ্ঠান সে সব মেধাবীদের দেশে ধরে রাখার জন্যই কাজ করছে।’
২০১১ সালের ১২ ফেব্রুয়ারি এ গবেষনা সেন্টারের কার্যক্রম শুরু করে স্যামসাং। এটি বাংলাদেশে স্থাপিত প্রথম কোন বহুজাতিক কম্পানির তথ্যপ্রযুক্তি গবেষণা ও উন্নয়ন সেন্টার। এ বছরের শেষ নাগাদ এ গবেষণা সেন্টারে বিনিয়োগ দাঁড়াবে প্রায় ২ কোটি ডলার।