দিনাজপুরে হলুদ চাষ বাড়ছে

বৃহত্তর দিনাজপুর জেলায় মশলা জাতীয় ফসল হলুদ চাষ বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। আবহাওয়া অনুকূলে থাকায় এবার জেলায় হলুদের বাষ্পর ফলন হয়েছে। বাণিজ্যিকভাবে হলুদ চাষ করে ঘুরেছে অনেক কৃষকের ভাগ্যের চাকা। হলুদ চাষ সম্প্রসারণে কৃষকদের সহায়তা ও পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ।
দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলার মাটি ও আবহাওয়া হলুদ চাষে অনুকূলে থাকায় প্রতি বছরেই হলুদ চাষের পরিসর বৃদ্ধি পাচ্ছে এ ৩ জেলায়। চলতি অর্থবছরে বৃহত্তর দিনাজপুর জেলায় প্রায় সাড়ে ৭ হাজার হেক্টর জমিতে হয়েছে হলুদ চাষ।
হলুদ চাষে সার, সেচ ও কম পরিশ্রম লাগায় এবং ভালো মূল্য পাওয়ায় হলুদ চাষে আগ্রহী হয়ে উঠছে এ অঞ্চলের কৃষক।
কৃষকরা জানায়, বিঘা প্রতি হলুদ চাষ করতে ২০ থেকে ২৫ হাজার টাকা খরচ হয়। ৮ থেকে ১০ মাসের মধ্যে ৫০ থেকে ৬০ হাজার টাকার ফলন পাওয়া যায়। আবহাওয়া ও মাটির প্রকার ভেদে এ অঞ্চলে পাটনাই, মালসিরা, গোমা ও ডিমলা জাতের হলুদের চাষ বেশী হয়।
লাভ জনক ফসল হওয়ায় হলুদ চাষ সম্প্রসারণে কৃষকদের সহায়তা ও পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ।
হলুদের ন্যায্য মূল্য এবং চাষে কৃষি বিভাগের পরামর্শ ও সহযোগিতা অব্যাহত থাকলে এ অঞ্চলে হলুদ চাষের পরিধি আরও বৃদ্ধি পাবে বলে আশা করছে কৃষিবিদরা।