যশোর শিক্ষা বোর্ডে ডিজিটাল লাইব্রেরি

যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে চালু হলো ডিজিটাল লাইব্রেরি। লাইব্রেরিতে প্রায় আট হাজার বই আছে। বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আমিরুল আলম খান জানান, শুরুতে শিক্ষা বোর্ডের কেন্দ্রীয় লাইব্রেরির কম্পিউটারে এসব বই পড়া যাবে। তবে কিছুদিনের মধ্যেই বোর্ডের ওয়েবসাইটেও (www.jessoreboard.gov.bd) এসব বই পাওয়া যাবে। তখন বোর্ডের অধীন ৫০০ কলেজ ও তিন হাজার স্কুলের শিক্ষক-শিক্ষার্থীরা নিজ প্রতিষ্ঠানে বসেই লাইব্রেরির বই পড়তে পারবে। গতকাল সোমবার আনুষ্ঠানিকভাবে এ ডিজিটাল লাইব্রেরি উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে আমিরুল আলম খান ছাড়াও উপস্থিত ছিলেন বোর্ড কমিটির সদস্য অধ্যাপক আতিয়ার রহমান, খুলনা বি এল কলেজের অধ্যক্ষ শফিউল্লা সরদার, বোর্ডের সচিব অধ্যাপক আবদুল মজিদ ও পরীক্ষা নিয়ন্ত্রক আবু দাউদ।