জাতিসংঘ মহাসচিব বান কি মুন বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা প্রস্তুতির ভূয়সী প্রশংসা করে বলেন, দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশ বিশ্বে দৃষ্টান্ত স্থাপন করেছে। তিনি জাতিসংঘের মানবিক ও জরুরি দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ আয়োজিত জাতিসংঘ সদর দফতরে বিশ্বে দুর্যোগ ব্যবস্থাপনা-সংক্রান্ত ব্রিফিংয়ে একথা বলেন।
ব্রিফিংয়ে উপস্থিত বাংলাদেশ মিশনের স্থায়ী প্রতিনিধি ড. একে আবদুল মোমেন বলেন, জলবায়ুজনিত ঝুঁকির কারণে বাংলাদেশের মানুষ প্রকৃতির সঙ্গে যুদ্ধ করে বাঁচে। সেই সংগ্রামে জাতিসংঘ কর্তৃপক্ষের স্বীকৃতি তাদের অনুপ্রেরণা হয়ে থাকবে। যেকোনো দুর্যোগ মোকাবেলায় বর্তমান সরকারের তাৎক্ষণিকভাবে ঝাপিয়ে পড়ার বিষয়টি তিনি তুলে ধরেন। জাতিসংঘের বাংলাদেশ স্থায়ী মিশন থেকে রোববার পাঠানো বার্তায় এ কথা বলা হয়।
ব্রিফিংয়ে জাতিসংঘ মহাসচিব তিনটি বিশেষ পরামর্শ দেন। এগুলো হচ্ছে আমাদের এমডিজির লক্ষ্য পূরণ করতে হবে, পোস্ট ২০১৫ উন্নয়ন এজেন্ডার রূপরেখা তৈরি করা এবং বিশ্বে জলবায়ু পরিবর্তনের ওপর একটি সর্বজনীন আইনি চুক্তি গ্রহণ করা। তিনি দুর্যোগ মোকাবেলায় প্রিভেন্টিভ ব্যবস্থার সুপারিশ করেন। যার ফলে মানুষের অস্থিরতা ও ব্যয় অনেকাংশে কমে যাবে।