ব্রিটেনে বিচারকের পদে প্রথম বাংলাদেশি স্বপ্নারা

মানবকণ্ঠ ডেস্ক
ব্রিটেনের সার্কিট জজ হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত সিলেটের স্বপ্নারা খাতুন। ব্রিটেনে বিচারক পদে এই প্রথম কোনো বাংলাদেশি নিয়োগ পেলেন। স্থানীয় এমপি ক্রিস গ্রেলিংগ-লর্ড চ্যান্সেলরের সুপারিশের ভিত্তিতে রানী দ্বিতীয় এলিজাবেথ ব্যারিস্টার স্বপ্নারা খাতুনকে ব্রিটেনের সার্কিট জজ হিসেবে নিয়োগ দেন। মার্চ মাসের মাঝামাঝি থেকে এই নিয়োগ কার্যকর হবে। খবর নতুনবার্তাডটকমের।
ব্যারিস্টার স্বপ্নারা খাতুন সিলেটের বিয়ানীবাজার উপজেলার মোল্লাপুর ইউনিয়নের মোল্লাগ্রামের নিম্বর আলীর কন্যা। তিনি পারিবারিকভাবে দীর্ঘ দিন ধরে ব্রিটেনে বসবাস করছেন।
শিক্ষাজীবনে অধ্যয়ন শেষে স্বপ্নারা খাতুন সাউথ ইস্টার্ন সার্কিট বেইসডের লন্ডন ফ্যামিলি কোর্টে জজ হিসেবে কাজ করেন। সার্কিট জজ পদবি ব্রিটেনে জেলা জজের উপরে এবং আগামীতে পদোন্নতি পেলে ব্রিটেনের হাইকোর্টের জজ হওয়ার সম্ভাবনাও রয়েছে তার। ব্যারিস্টার স্বপ্নারা খাতুনের চাচাতো ভাই প্রবাসী ছরওয়ার হোসেন বলেন, ব্রিটেন প্রবাসীদের অধিকাংশই শ্রমিক হিসেবে কাজ করছেন। তবে স্বপ্নারা খাতুনদের মতো উচ্চ শিক্ষিতরা সেদেশের উচ্চ পর্যায়ে অবদান রেখে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করছেন। তার এ পদোন্নতির খবর শুনে শুধু আমাদের পরিবার নয় ব্রিটেনে বসবাসরত বাংলাদেশিরা বিভিন্নভাবে আনন্দ উদযাপন করেছেন।

– See more at: http://manobkantha.com/2014/03/19/164637.html#sthash.PBSzouRO.dpuf