চাঁদপুর প্রতিনিধি : মঙ্গল গ্রহে যাচ্ছেন চাঁদপুরের লুলু ফেরদৌস। বর্তমানে নাসায় সহযোগী গবেষক হিসেবে কর্মরত নারী লুলু ফেরদৌস মঙ্গলের প্রথম বাসিন্দাদের একজন হতে যাচ্ছেন। আর তিনি হাজীগঞ্জ-শাহারাস্তি নির্বাচনী এলাকার সংসদ সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উত্তমের ভাগ্নি।
জানা গেছে, সাত মাস আগে একটি ডাচ অলাভজনক প্রতিষ্ঠান ২০২৫ সালে মঙ্গলগ্রহে স্থায়ীভাবে মনুষ্য বসতি গড়ার ঘোষণা দেয়। যারা স্বেচ্ছায় মঙ্গলে বসতি গড়তে চান, তাদের কাছ থেকে প্রতিষ্ঠানটি আবেদনপত্র আহ্বান করে। আবেদনকারীদের একজন লুলু ফেরদৌস।
এ বিষয়ে নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে লুলু বলেন, আমার সিদ্ধান্তের কথা জানার পর পরিবারের সবাই বাকরুদ্ধ হয়ে গিয়েছিল। কিন্তু আমি জানি, আমার এই অভিযান তাদের গর্বিত করবে।