মেয়েদের ক্রিকেটে বাংলাদেশের কাছে পাকিস্তানের হার

বাংলাদেশ জাতীয় দল যখন ঢাকার মিরপুরে পাকিস্তানের বিরুদ্ধে ব্যাটিং তাণ্ডব চালাচ্ছিল ঠিক সে সময়েই কক্সবাজারে স্বাগতিকদের নারী ক্রিকেট দল ৪৩ রানে হারিয়ে দিল মিসবাহ উল হকের ভগিনীদের। অথচ মাত্র ১৪.৩ ওভারে ৩৩ রান করতে না করতেই চার উইকেট পড়ে গিয়েছিল সালমা খাতুনের নেতৃত্বাধীন দলটির। এ রকম বিপর্যয়ের মধ্যেই দাঁড়িয়ে গেলেন রোমানা আহমেদ। তার ৪৪ রানের দায়িত্বশীল ইনিংসে ভর করে বাংলাদেশের মেয়েরা পাকিস্তানের মেয়েদের বিরুদ্ধে চলতি সিরিজের প্রথম ওয়ানডেতে তুললেন ১৫২ রান। বাকি কাজটা করে দিলেন বোলাররা। লতা মণ্ডল, জাহানারা আলম ও সালমা খাতুনদের বিধ্বংসী বোলিংয়ে মাত্র ১০৯ রানে আটকে গেল পাকিস্তান। ফলাফল দারুণ এক জয়ে সিরিজ শুরু করলো বাংলাদেশ।
কক্সবাজারে নবনির্মিত শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে গতকালই ছিল প্রথম আন্তর্জাতিক ম্যাচ। তাতেই স্বাগতিক দল জয় নিয়ে মাঠ ছাড়লো। এই জয়ে দুই ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ নারী ক্রিকেট দল। পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের এটা দ্বিতীয় জয়। আগামীকাল একই ভেন্যুতে আবার মুখোমুখি হবে দুদল।
গতকাল কক্সবাজারে সফরকারী পাকিস্তানের মেয়েরা টস জিতে ব্যাট করার আমন্ত্রণ জানালে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। ১০০ রানের মধ্যে ছয় উইকেট হারিয়ে বিপাকে পড়া বাংলাদেশ শেষ পর্যন্ত ৪৯ ওভার ৩ বলে সবকটি উইকেট হারিয়ে ১৫২ রান করে।
বাংলাদেশের পক্ষে রুমানা আহমেদ সর্বোচ্চ ইনিংসটি হাঁকান। নুঝাত তাসনিয়া ২৬ ও শায়লা শারমিন ২২ রান করেন। পাকিস্তানের পক্ষে কোয়ানিতা জলিল সর্বোচ্চ তিনটি উইকেট নেন। এছাড়া দুটি উইকেট নেন নিদা দার।
পাকিস্তান ১৫৩ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১০০ রানে নয় উইকেট হারায়। এরপর আর বেশি দূর যেতে পারেনি তারা। ৪৪.১ ওভারেই অলআউট হয়ে যায় সফরকারী মেয়েরা।
পাকিস্তানের আশমাভিয়া ইকবালের ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৪০ রান। বিসমাহ মারুফ ১৫, জাভেরিয়া খান ১২ ও নিদা দার ১০ রান করেন। এছাড়া আর কোন ব্যাটসম্যানই দুই অংকে পৌঁছাতে পারেননি। বাংলাদেশের পক্ষে লতা মণ্ডল চারটি উইকেট নিয়ে পান ম্যাচ সেরার পুরস্কার। এছাড়া জাহানারা আলম তিনটি উইকেট নেন।
সংক্ষিপ্ত স্কোর:
টস: পাকিস্তান
বাংলাদেশ: ৪৯.৩ ওভারে ১৫২ রানে অল আউট (রোমানা আহমেদ ৪৪, নুঝাত তাসনিয়া ২৬, শায়লা শারমিন ২২; কোয়ানিতা জলিল ৩/২৬, নিদা দার ২/১৯)
পাকিস্তান: ৪৪.১ ওভারে ১০৯ অল আউট (আশমাভিয়া ইকবাল ৪০, বিসমাহ মারুফ ১৫, জাভেরিয়া খান ১২; লতা মণ্ডল ৪/৩৫, জাহানারা আলম ৩/২২, সালমা খাতুন ২/১০)
ফল: বাংলাদেশ ৪৩ রানে জয়ী
ম্যাচ সেরা: লতা মণ্ডল
সিরিজ: বাংলাদেশ ১-০ ব্যবধানে এগিয়ে
পরবর্তী ম্যাচ: ৬ মার্চ