গত অক্টোবরেই বৈদেশিক মুদ্রার সঞ্চয়ন ১৭০০ কোটি ডলারের রেকর্ড গড়েছিল। তবে আমদানি ব্যয়ের দেনা মেটাতে গিয়ে রিজার্ভ কমেছিল।
বৃহস্পতিবার রিজার্ভের পরিমাণ আবার ১৭০০ কোটি ডলার ছাড়ায় বলে বাংলাদেশ ব্যাংকের ফরেক্স রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট বিভাগের মহাব্যবস্থাপক কাজী ছাইদুর রহমান জানিয়েছেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মূলত রেমিটেন্স প্রবাহ ও রপ্তানি আয়ের ইতিবাচক প্রভাবের কারণে রিজার্ভ আবার ১৭ বিলিয়ন ডলার অতিক্রম করেছে।”
বৃহস্পতিবার দিন শেষে রিজার্ভের পরিমাণ ছিল ১৭০৭ কোটি ডলার।
অতীতের সব রেকর্ড ভেঙে অক্টোবরের মাঝামাঝি সময়ে রিজার্ভ ১৭০০ কোটি ডলার অতিক্রম করেছিল।
এরপর চলতি নভেম্বরের প্রথম সপ্তাহে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু প্যামেন্ট) ৮৭ কোটি ডলার পরিশোধের পর রিজার্ভ ১৬০০ কোটি ডলারের নিচে নেমে এসেছিল।