ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানকে হারাল বাংলাদেশ

 

ঢাকা: ক্ষুধা- অপুষ্টি দূরীকরণ সূচকে বাংলাদেশ ভারত ও পাকিস্তানকে পেছনে ফেলেছে। একসময় ক্ষুধা-দারিদ্রের দেশ বলে পরিচিত বাংলাদেশ গত ২৫ বছরে ক্ষুধা দূরীকরণে উল্লেখযোগ্য উন্নতি করেছে।

সম্প্রতি প্রকাশিত বৈশ্বিক ক্ষুধা সূচকে (জিএইচআই) এই তথ্য প্রকাশ করা হয়েছে। আন্তর্জাতিক খাদ্য নীতিমালা গবেষণা পরিষদ এই তথ্য প্রকাশ করে।

সংস্থাটি জানায়, ১৯৯০ সালের পর থেকে বিশ্বব্যাপী ক্ষুধার্ত মানুষের সংখ্যা উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে।

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (ফাও) বলছে, আফ্রিকা ও সাব-সাহারা দেশগুলোতে পৃথিবীতে সবচেয়ে ক্ষুধা বিদ্যমান।  আর বিশ্বব্যাপী এখনও ৮৭ কোটি লোক ক্ষুধার্ত থাকে বলে জানায় সংস্থাটি।

প্রতিবেদনে বলা হয়, ১৯৭১ সালে পাকিস্তানের কাছ থেকে রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে। কিন্তু আজও যেখানে পাকিস্তান খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হতে পারেনি সেখানে বাংলাদেশ খাদ্যে সম্পূর্ণ এমনকি উদ্বৃত্ত রাখছে। পাকিস্তানকে বাংলাদেশের কাছ থেকে শেখার আছে বলেও উল্লেখ করা হয় প্রতিবেদনে।

প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ এশিয়ায় প্রবৃদ্ধির মন্থর গতি থাকা সত্ত্বেও বাংলাদেশ দ্রুত ক্ষুধা দূরীকরণে শীর্ষ দশটি দেশের মধ্যে স্থান করে নিয়েছে। বাংলাদেশ পেছনে ফেলেছে ভারত, পাকিস্তান, নেপাল ও শ্রীলংকাকে। এই সফলতার পেছনে বাংলাদেশের সুষ্ঠু পরিকল্পনা এবং সরকার কর্তৃক গ্রহীত নানা পগদক্ষেপের কথা তুলে ধরা হয়।

দেশে অপুষ্টির শিকার জনগণের অনুপাত,  পাঁচ বছরের নিচে কমওজনের শিশুর সংখ্যা, এবং পাঁচ বছরের নিচে শিশু মৃত্যুহার এই তিনটি বিষয়কে সামনে রেখেই এই সূচক প্রকাশ করা হয়। এই তিনটি ক্ষেত্রেই বাংলাদেশ দারুণ সাফল্য অর্জন করেছে।