বিশ্ব সক্ষমতা সূচকে বাংলাদেশ এগিয়েছে। তবে দুর্নীতি বেড়েছে। বিশ্ব অর্থনৈতিক ফোরামের প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে। সোমবার ধানমণ্ডিতে নিজ কার্যালয়ে প্রতিবেদনটি প্রকাশ করে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।
প্রতিবেদনে বাংলাদেশকে আট ধাপ এগিয়ে ১১০তম দেখানো হয়েছে। এর আগে ফোরামের সূচকে বাংলাদেশ ২০১২-১৩ সালে ১১৮তম ছিলো। সূচকে প্রথম হয়েছে সুইজারল্যান্ড, দ্বিতীয় সিঙ্গাপুর ও তৃতীয় ফিনল্যান্ড।
এতে বলা হয়, বাংলাদেশের অবকাঠামো, সরকারি- বেসরকারি উদ্যোগ, বিদ্যুত, জ্বালানি, স্বাস্থ্য ও তথ্য- প্রযুক্তি খাতসহ সার্বিকভাবে বাংলাদেশের সক্ষমতা বেড়েছে। তবে দুর্নীতি বেড়েছে।
এ ছাড়া দেশে বিনিয়োগ পরিবেশ খারাপ হয়েছে, বিদেশি বিনিয়োগ সন্তোষজনক নয়, শ্রমিক-মালিক সম্পর্কের অবনতি হয়েছে, মিডিয়ার স্বাধীনতায় ঘাটতি রয়েছে, উচ্চ সুদের কারণে বিনিয়োগ বাধাগ্রস্ত হয়েছে।