অনলাইন ডেস্ক
বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান আবার ওয়ানডে অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে শীর্ষে উঠেছেন।
পাকিস্তানের মোহাম্মদ হাফিজকে সরিয়ে হারানো মুকুট আবার ফিরে এল সাকিব আল হাসানের মাথায়। সোমবার প্রকাশিত র্যাঙ্কিংয়ে সাকিবের রেটিং পয়েন্ট ৪২২। আর ৪০০ পয়েন্ট নিয়ে হাফিজের অবস্থান ২য়।এ বছরের শুরুতে সাকিবকে সরিয়ে র্যাঙ্কিংয়ে শীর্ষে উঠেছিলেন হাফিজ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে রোববার শেষ হওয়া ওয়ানডে সিরিজে হাফিজের ‘ব্যর্থতা’র জন্যই শীর্ষস্থানে ফিরলেন সাকিব।
৫ ম্যাচের এই সিরিজে মোট ১১৮ রান করেছেন হাফিজ। তার গড় রান ২৩.৬। সিরিজে সর্বোচ্চ রান ৫৭ এবং সর্বনিম্ন রান শূন্য। উইকেট পেয়েছেন মাত্র ৪টি। ইনজুরির কারণে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে হোম সিরিজে ৫টি ওয়ানডে খেলেননি সাকিব। খেলতে পারেননি শ্রীলংকার বিপক্ষে তিনটি ওয়ানডে ম্যাচও।