ভোরের কাগজ : শুক্রবার, ২২ মার্চ ২০১৩
কাগজ প্রতিবেদক : রাজস্ব আদায় ও বৈদেশিক আয় পরিস্থিতি সন্তোষজনক থাকায় ব্যাংক থেকে ঋণ নেয়া সরকার হ্রাস পেয়েছে। এর ফলে গত বছরের তুলনায় চলতি মাস পর্যন্ত সরকারের ব্যাংক ঋণের পরিমাণ কমেছে।
জানা যায়, গত বছর সাড়ে ৮ মাসে সরকার ব্যাংকিং খাত থেকে ১৫ হাজার ২৯২ কোটি টাকার ঋণ নিয়েছিল। যা চলতি বছরের একই সময়ে কমে দাঁড়ায় ৯ হাজার ৪২৫ কোটি ৭৬ লাখ টাকায়।
এদিকে সাড়ে ৮ মাসে সরকার ৩ হাজার ৬৩৬ কোটি ৭২ লাখ টাকার ব্যাংক ঋণ পরিশোধ করেছে। গত ১২ মার্চ পর্যন্ত ব্যাংকিং খাত থেকে নেয়া সরকারের নিট ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৯ হাজার ৪২৫ কোটি ৭৬ লাখ টাকা। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ পরিসংখ্যান থেকে এ তথ্য পাওয়া গেছে।
গত বছর ২১ নভেম্বরে ব্যাংক থেকে সরকারের ঋণ গ্রহণের পরিমাণ ছিল সর্বোচ্চ। তখন সরকারের ঋণের পরিমাণ ছিল ২২ হাজার ৪০০ কোটি টাকা; কিন্তু নভেম্বরের শেষ সময়ে এসে সরকার ব্যাংকিং খাত থেকে ঋণ নেয়ার পরিবর্তে পরিশোধ করতে শুরু করে। তখন থেকেই মূলত সরকারের ব্যাংক দায় কমতে শুরু করে। বর্তমানেও এ ধারা অব্যাহত রয়েছে। তবে বছরের শেষ দিকে ঋণের পরিমাণ কিছুটা বাড়তে পারে বলে বাংলাদেশ ব্যাংক মনে করছে। ২০১১ সালের ২১ নভেম্বর পর্যন্ত সরকার শুধু কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণ নিয়েছিল প্রায় সাড়ে ১৩ হাজার কোটি টাকা। অন্যদিকে বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে এ সময়ে নেয়া ঋণের পরিমাণ ছিল ৮ হাজার কোটি টাকা।
চলতি অর্থবছরের ঋণ সমন্বয়ের পর গত ১২ মার্চ পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংক থেকে সরকারের নেয়া নিট ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৮ হাজার ১২৪ কোটি ৬০ লাখ টাকা।
বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তা জানান, সরকারের ব্যাংক ঋণ লক্ষ্যমাত্রার মধ্যে সীমিত থাকবে। তবে বছরের শেষ সময়ে বিশেষ করে মে ও জুনে সরকারের ব্যাংক ঋণের পরিমাণ কিছুটা বাড়লেও তা বাজেটের লক্ষ্যমাত্রার মধ্যেই থাকবে।