৬৯০ বাংলাদেশি শান্তিরক্ষীর মেডেল লাভ

আইভরিকোস্টে শান্তিরক্ষার কাজে নিযুক্ত ১ হাজার ৬৯০ জন বাংলাদেশি জাতিসংঘের মেডেল লাভ করেছেন। জাতিসংঘ মহাসচিবের বিশেষ প্রতিনিধি আরবার্ট কোয়েনডারস এই মেডেল প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। খবর বাসসের।

মেডেল প্রদান অনুষ্ঠানে আলবার্ট কোয়েনডারস বাংলাদেশি শান্তিরক্ষীদের ‘ব্লু হেলমেটস’ অভিহিত করে বলেন, বাংলাদেশি সৈনিকদের দায়িত্ব ও পেশাদারিত্ব সত্যিই প্রশংসার দাবিদার। ঝুঁকিপূর্ণ মুহূর্তে বাংলাদেশি সৈনিকরা দক্ষতার সঙ্গে কাজ করছে। আইভরিকোস্টে এখন ২ হাজার ৫শ’ শান্তিরক্ষীর মধ্যে বাংলাদেশি পুলিশ এবং সেনাসদস্য সংখ্যা প্রায় ১৭শ’। বাংলাদেশের সৈনিকরা তাদের অর্জিত সুনাম অক্ষুণ্ন রেখে শান্তিরক্ষা কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করছে।