উখিয়ার বিভিন্ন স্থানে পরীক্ষামূলক ব্রী-৪০ ধান চাষাবাদ করে কৃষকেরা ব্যাপক ভাবে সফলতা অর্জন করেছে। হেক্টর প্রতি ৬ মেট্রিক টন ফসল উৎপাদন হওয়ার সুবাদে স্থানী কৃষকেরা ব্রী ধান চাষাবাদের প্রতি ঝুকেছে। কৃষি কর্মকর্তা বললেন, ব্রী ধান চাষাবাদে তেমন কোন ঝক্কিঝামেলা পোহাতে হয়না। তাছাড়া অন্যান্য ধানের তুলনায় স্বল্প ব্যায়ে ব্রী ধান চাষাবাদ করা যায়।
চলতি আমন মৌসুমে সাড়ে ৮ হাজার একর জমিতে আমন চাষাবাদের ধারাবাহিকতায় ল্যমাত্রা উৎপাদন হলেও স্থানীয় কৃষি অফিসের তত্বাবধানে ২৫ শতাংশ জমিতে ব্রী-৪০ ধান পরীক্ষামূলক চাষাবাদ করা হয়। গত রবিবার এ উপজেলাধীন রাজাপালং বকের কৃষক নজির আহাম্মদের রোপা আমন জমিতে ব্রী-৪০ ধানের পরীক্ষামূলক শস্য কর্তন করা হয়। উপজেলা কৃষি কর্মকর্তা ইউছুপ ভূইয়ার উপস্থিতিতে ২০ বর্গমিটার জমির ধান কর্তন করে তাৎণিক ভাবে পরিমাপ করে দেখা যায়, ১২ কেজি ফলন উৎপাদন হয়েছে। উৎপাদিত ফলনের ধারাবাহিকতায় প্রতি হেক্টরে ৬ মেট্রিক টন ফলন উৎপাদন হবে বলে কৃষি অফিসার সাংবাদিকদের জানান। তিনি বলেন, বিগত কয়েক বছর ধরে এখানে কিছু কিছু কৃষক ব্রী-৪০ ধান চাষাবাদ করে সফলতা অর্জন করেছে। চলতি মৌসুমে ল্যমাত্রার চাইতে বেশি ধান উৎপাদন হওয়ায় কৃষকেরা ব্রী-৪০ ধান চাষাবাদের প্রতি ঝুকেছে বলে তারা মনে করছেন। শস্য কর্তন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের বক সুপার ভাইজার মোঃ ছিদ্দিক, একেএম বদিউল আলম, বীরেশ্বর রুদ্র, মোঃ ফিরোজ সহ স্থানীয় কৃষকেরা উপস্থিত ছিলেন।