দক্ষিণ এশিয়ায় দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি হবে বাংলাদেশ: ডন

দক্ষিণ এশিয়ায় ভারতের পর দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি হিসেবে শিগিগর বাংলাদেশের নাম উঠে আসবে। পাকিস্তানকে পেছনে ফেলে দেবে দেশটি।
পাকিস্তানের প্রভাবশালী দৈনিক ডন পত্রিকায় এই মন্তব্য করা হয়েছে। এতে বলা হয়েছে, দক্ষিণ এশিয়ার দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির জায়গাটি দীর্ঘদিন পাকিস্তানের দখলে ছিল। কিন্তু রপ্তানি বাণিজ্যে বাংলাদেশের ব্যাপক অগ্রগতিতে দেশটি খুব দ্রুত পাকিস্তানের এই জায়গা নিয়ে নেবে।
গত শুক্রবার বিশ্ব বাণিজ্যে পাকিস্তানের অংশীদারি কমে যাওয়া নিয়ে একটি প্রতিবেদনে এই মন্তব্য করা হয়েছে। এতে বলা হয়েছে, গত এক যুগে বিশ্বজুড়ে পাকিস্তান এক-তৃতীয়াংশ বাজার হারিয়েছে, যেখানে ভারতের বাজার দ্বিগুণ হয়েছে। গত বছর মানে ২০১১ সালে বিশ্ব বাণিজ্যে পাকিস্তানের অংশ নেমে এসেছে দশমিক ১৪ শতাংশে, যেখানে ১৯৯৯ সালে এই অংশ ছিল দশমিক ২১ শতাংশ। অন্যদিকে ১৯৯৯ সালে বিশ্ব বাণিজ্যে ভারতের অংশ ছিল দশমিক ৬৭ শতাংশ, যা ২০১১ সালে বেড়ে হয়েছে ১ দশমিক ২৮ শতাংশ।
ডন-এ প্রকাশিত উপাত্ত অনুসারে ১৯৯৯ সালে বিশ্ব বাণিজ্যে বাংলাদেশের অংশ ছিল দশমিক ০৬ শতাংশ, যা ২০১১ সালে বেড়ে হয়েছে দশমিক ১৪ শতাংশ অর্থাৎ পাকিস্তানের সমান।
২০১১-১২ অর্থবছরে বিশ্ববাজারে পাকিস্তানের পণ্য রপ্তানি আয় ছিল দুই হাজার ৩৬৪ কোটি ডলার যা ২০১০-১১ অর্থবছরে ছিল দুই হাজার ৪৮২ কোটি ডলার। অর্থাৎ পাকিস্তানের রপ্তানি কমেছে চার দশমিক ৭৫ শতাংশ।
একই সময় অর্থাৎ আবার ২০১১-১২ অর্থবছরে বাংলাদেশের রপ্তানি আয় ছিল দুই হাজার ৪৩০ কোটি ডলার যা কিনা তার আগের বছর ছিল দুই হাজার ২৯২ কোটি ডলার। রপ্তানি আয় বেড়েছে ৫ দশমিক ৯৩ শতাংশ হারে।