সাধারণ সূচকে ঊর্ধ্বমুখী প্রবণতা নিয়ে সপ্তাহের চতুর্থ দিনের লেনদেন চলছে ঢাকা স্টক এক্সচেঞ্জে।
বুধবার বেলা সাড়ে ১০টায় লেনদেন শুরুর পরপরই সূচক উঠতে শুরু করে। বেলা সাড়ে ১২টায় সাধারণ সূচক দাঁড়ায় ৪ হাজার ৭২০ পয়েন্টে, যা আগের দিনের চেয়ে ১১ পয়েন্ট বেশি।
ওই সময় পর্যন্ত হাতবদল হয় ৫৮৪ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দাম বাড়ে ১৪৮টি শেয়ারের, কমে ১০৫টির এবং অপরিবর্তিত ছিল ১৩টির দাম।
মঙ্গলবার ডিএসইর সাধারণ সূচকে যোগ হয় ১১৭ পয়েন্ট। হাতবদল হয় ৯৭৯ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড।
এর আগে সোমবার ডিএসই সূচক ৩৬ পয়েন্ট বাড়লেও রোববার ১৩৭ পয়েন্ট কমে যায়।
গত সপ্তাহে ডিএসই সাধারণ সূচকে যোগ হয় ৩ পয়েন্ট। গড় লেনদেন ছিল ১ হাজার ৭১ কোটি টাকা। এর আগের সপ্তাহে গড় লেনদেন হয় ১ হাজার ১১৭ কোটি টাকা।