দুই ঘণ্টায় ৫৮৪ কোটি টাকার লেনদেন

সাধারণ সূচকে ঊর্ধ্বমুখী প্রবণতা নিয়ে সপ্তাহের চতুর্থ দিনের লেনদেন চলছে ঢাকা স্টক এক্সচেঞ্জে। 

বুধবার বেলা সাড়ে ১০টায় লেনদেন শুরুর পরপরই সূচক উঠতে শুরু করে। বেলা সাড়ে ১২টায় সাধারণ সূচক দাঁড়ায় ৪ হাজার ৭২০ পয়েন্টে, যা আগের দিনের চেয়ে ১১ পয়েন্ট বেশি। 

ওই সময় পর্যন্ত হাতবদল হয় ৫৮৪ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দাম বাড়ে ১৪৮টি শেয়ারের, কমে ১০৫টির এবং অপরিবর্তিত ছিল ১৩টির দাম। 

মঙ্গলবার ডিএসইর সাধারণ সূচকে যোগ হয় ১১৭ পয়েন্ট। হাতবদল হয় ৯৭৯ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। 

এর আগে সোমবার ডিএসই সূচক ৩৬ পয়েন্ট বাড়লেও রোববার ১৩৭ পয়েন্ট কমে যায়। 

গত সপ্তাহে ডিএসই সাধারণ সূচকে যোগ হয় ৩ পয়েন্ট। গড় লেনদেন ছিল ১ হাজার ৭১ কোটি টাকা। এর আগের সপ্তাহে গড় লেনদেন হয় ১ হাজার ১১৭ কোটি টাকা।