পদ্মা সেতু হবেই: এডিবি

এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) দক্ষিণ এশিয়া বিভাগের মহাপরিচালক হুয়ান মিরান্ডা বলেছেন, আজ অথবা কাল পদ্মা সেতু হবেই। এই প্রকল্পের সঙ্গে এডিবি থাকবে।

আজ বৃহস্পতিবার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে বৈঠকের পর তিনি সাংবাদিকদের এ কথা বলেন। 

পদ্মা সেতুতে অর্থায়নে বিশ্বব্যাংক ফিরে আসবে- মার্কিন রাষ্ট্রদূতের আশাবাদ প্রকাশের পরদিনই একথা জানাল প্রকল্পের অন্যতম অংশীদার এডিবি।

গতকাল দুপুরে অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজিনা সচিবালয়ে সাংবাদিকদের বলেন, সরকার বিশ্বব্যাংকের সঙ্গে সমঝোতা-চেষ্টার সফলতা কামনা করছে তার দেশ। 

গত জুন মাসে বিশ্ব ব্যাংক পদ্মা প্রকল্পে ঋণচুক্তি বাতিল করলেও প্রকল্পের অংশীদার এডিবি ও জাইকা তাদের ঋণচুক্তির মেয়াদ ৩১ অগাস্ট পর্যন্ত বাড়ায়। ২৯০ কোটি ডলারে ছয় কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতু নির্মাণে বিশ্বব্যাংকের ১২০ কোটি ডলার দেওয়ার কথা ছিল। বাকি অর্থের বেশিরভাগ দেওয়ার কথা অন্য তিন দাতা সংস্থা এডিবি, আইডিবি ও জাইকার।