৪ লাখ ৭০ হাজার লোক বিদেশে কাজ নিয়ে গেছেন

চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত গত ৭ মাসে ৪,৭০,০০০ লোক বিভিন্ন দেশে কাজ নিয়ে গেছেন বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন এমপি। গতকাল বাংলাদেশ ব্যাংক মিলনায়তনে ১৫ই আগস্ট জাতীয় শোক দিবসের আলোচনা সভায় তিনি এ কথা বলেন। বাংলাদেশ ব্যাংক এমপ্লয়িজ এসোসিয়েশন এ আলোচনা সভার আয়োজন করে। এসোসিয়েশনের সভাপতি আহসানুল হাবিবের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ ও বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান, ডেপুটি গভর্নর এসকে সূর চৌধুরী প্রমুখ। শ্রমমন্ত্রী বলেন, চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত গত ৭ মাসে ৪,৭০,০০০ লোক বিদেশে গেছেন। বর্তমানে প্রায় ৯০ লাখ লোক বিদেশে কর্মরত আছেন। এর প্রায় ৮০ শতাংশই মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে কর্মরত। তিনি বলেন, ব্যাংকের মাধ্যমে প্রবাসীদের পাঠানো আয় দেশে পাঠানো নিশ্চিত করা গেলে বার্ষিক আয় ১৫-২০ বিলিয়ন ডলার হবে। 

এতে করে আমাদের বিদেশী মুদ্রা নিয়ে আর চিন্তা করতে হবে না। বর্তমানে প্রবাসীদের রেমিট্যান্স পাঠানোর পরিমাণ ১২-১৩ বিলিয়ন ডলারের মধ্যে। গভর্নর বলেন, সদ্যস্বাধীন দেশে বঙ্গবন্ধুর নির্দেশে কৃষকদের ভাগ্যোন্নয়নে ধ্বংসপ্রাপ্ত কৃষি-অবকাঠামো পুনর্নির্মাণ, কৃষিযন্ত্রপাতি সরবরাহ, নামমাত্র মূল্যে ধান, পাট ও গমবীজ সরবরাহ করা হয়।