চার মাসে মোবাইল ব্যাংকিং গ্রাহক বেড়েছে ৪ লাখ

দিন যত যাচ্ছে ততই জনপ্রিয় হচ্ছে মোবাইল ব্যাংকিং। মোবাইলের মাধ্যমে ত্রই ব্যাংকিংয়ে বর্তমানে গ্রাহক সংখ্যা দাঁড়িয়েছে ৮ লাখেরও বেশি। গত মার্চ মাসেও ত্র সংখ্যা ছিল চার লাখ ৪২ হাজার। অর্থাৎ চার মাসেই বেড়েছে চার লাখ গ্রাহক। অন্যদিকে ত্রসব ত্রকাউন্টে লেনদেনের পরিমাণও বেড়েছে। আর গত রমজান মাসে অন্য মাসের তুলনায় লেনদেন ২৫ থেকে ৩০ শতাংশ বেড়েছে বলে জানা গেছে। বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, গত মার্চ মাস পর্যন্ত্ম দেশে মোট ১০ টি ব্যাংক মোবাইল ব্যাংকিং করার অনুমোদন পেয়েছে। ত্রসব ব্যাংকে মোবাইল ব্যাংকিংয়ে গ্রাহক সংখ্যা ছিলো ৪ লাখ ৪২ হাজার ২৮৯ জন। ওই সময় পর্যন্ত্ম ত্রইসব ত্রকাউন্ট ব্যবহার করে লেনদেন হয়েছিলো মাত্র ২০৭ কোটি ৮ লাখ টাকা। তবে চলতি আগস্ট মাসের মাঝামাঝি সময়ের তথ্য অনুযায়ী মোবাইল ব্যাংকিংয়ে অ্যাকাউন্ট সংখ্যা ৮ লাখ ছাড়িয়েত্রেসব ব্যাংকে মোবাইল ব্যাংকিংয়ে গ্রাহক সংখ্যা ছিলো ৪ লাখ ৪২ হাজার ২৮৯ জন। ওই সময় পর্যন্ত্ম ত্রইসব ত্রকাউন্ট ব্যবহার করে লেনদেন হয়েছিলো মাত্র ২০৭ কোটি ৮ লাখ টাকা। তবে চলতি আগস্ট মাসের মাঝামাঝি সময়ের তথ্য অনুযায়ী মোবাইল ব্যাংকিংয়ে অ্যাকাউন্ট সংখ্যা ৮ লাখ ছাড়িয়েছে। আর গত মে মাসের পর থেকে প্রতি মাসে গড়ে লেনদেন হচ্ছে হাজার কোটি টাকার বেশি। জানা গেছে, ব্র্যাক ব্যাংকের বিক্যাশ ও ডাচ বাংলা ব্যাংকই মোবাইল ব্যাংকিংয়ে বড় সেবা দাতা প্রতিষ্ঠান। ত্রসব ত্রকাউন্ট ও লেনদেনের বেশিরভাগই হয়েছে ত্রই দুইটি ব্যাংক মনোনিত ক্যাশ পয়েন্টের মাধ্যমে। মোবাইল ব্যাংকিং বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক দাশগুপ্ত অসীম কুমার বলেন, সাধারণত ব্যাংকিং সেবা বঞ্চিত জনসাধারণ মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ব্যাংকিং করার সুযোগ পাচ্ছে। কম খরচ ও সহজ নিয়মের কারণেই দিন দিন ত্রই সেবা বেশ জনপ্রিয় হচ্ছে। মোবাইল ব্যাংকিংয়ের গ্রাহকরা প্রতি মাসে গড়ে ত্রক হাজার কোটি টাকার বেশি লেনদেন করছে। তবে গত রমজান মাসে অন্য মাসের তুলনায় লেনদেনের পরিমাণ ২৫ শতাংশ বেশি ছিলো। যেভাবে সেবা বিস্ত্মৃত হচ্ছে তাতে বেশিরভাগ মানুষকে ব্যাংকিং সেবার আওতায় আনা সম্ভব বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। জানা গেছে, মোবাইল অপারেটর বাংলালিংক ও সিটিসেল-ত্রর সাথে যুক্ত হয়ে বেসরকারি খাতের ডাচ-বাংলা ব্যাংক ২০১১ সালের ৩১ মার্চ প্রথমবারের মতো মোবাইল ব্যাংকিং সেবা চালু করে। পর্যায়ক্রমে ব্র্যাক, মার্কেন্টাইল, ব্যাংক ত্রশিয়া, ফাস্ট সিকিউরিটি ইসলামী, প্রাইম, ট্রাস্ট ত্রবং বাংলাদেশ কমার্স ব্যাংক বিভিন্ন অপারেটরের সাথে যুক্ত হয়ে মোবাইলে ব্যাংকিং সেবা দিচ্ছে।