গত ২০১১-১২ অর্থবছরে দেশে মুদ্রা সরবরাহ বেড়েছে ১৭ দশমিক ৩৯ শতাংশ। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ পরিসংখ্যান থেকে এ তথ্য পাওয়া গেছে।
এতে দেখা যায়, অর্থবছর শেষে অর্থাত্ ২০১২ সালের জুন মাস শেষে মুদ্রা সরবরাহের স্থিতি দাঁড়িয়েছে পাঁচ লাখ ১৭ হাজার ১১০ কোটি টাকা। আর ২০১১ সালের জুন শেষে স্থিতি ছিল চার লাখ ৪০ হাজার ৫২০ কোটি টাকা।
অর্থাত্ এই সময়কালে মুদ্রা সরবরাহের পরিমাণ দাঁড়িয়েছে এক লাখ ৩০ হাজার ৫৯০ কোটি টাকা।