ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি দল এইচএসবিসি তরুণ উদ্যোক্তা প্রতিযোগিতা ২০১২- এর আঞ্চলিক চূড়ান্ত প্রতিযোগিতায় প্রথম রানার্স-আপ পুরস্কার জিতে নিয়েছে।
সম্প্রতি হংকংয়ে এ প্রতিযোগিতার আঞ্চলিক চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। `ফায়ারফ্লাইজ` নামের বাংলাদেশের এ দলটি তাদের ‘হেলদি ক্যাপস’ প্রকল্পের জন্য পুরস্কার হিসেবে ৩০ হাজার হংকং ডলার পাচ্ছে।
বিজয়ী দলটির সদস্যরা হচ্ছেন, মাকামে মাহমুদ, সৈয়দা রিজওয়ানা জাফরী, রাখসান্দা জিহান এবং আয়েশা সুলতানা। এরা সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ’র শিক্ষার্থী।
তাদের ব্যবসায়িক পরিকল্পনা ছিল মূলত বাংলাদেশের অভ্যন্তরীণ মৎস্যখামার থেকে প্রাপ্ত বর্জ্য— অর্থাৎ মাছের আঁশ এবং পাখনা থেকে ঔষধি ক্যাপসুলের আবরণ তৈরি।
প্রতিযোগিতা সম্পর্কে এইচএসবিসি বাংলাদেশের প্রধান নির্বাহী অ্যান্ড্রু টিল্ক বলেন, “এইচএসবিসি তরুণ উদ্যোক্তা প্রতিযোগিতা শিক্ষার্থীদের ব্যবসায়িক ধী-শক্তি এবং নেতৃত্বের যোগ্যতা বাড়াতে বদ্ধপরিকর। অংশগ্রহণকারী দলগুলো তাদের উদ্ভাবনী চেতনাকে ফলপ্রসূ ব্যবসায়িক পরিকল্পনাতে পরিণত করতে সক্ষম হয়েছে। সেই সঙ্গে বাংলাদেশের দলটি এ প্রতিযোগিতায় তাদের সাফল্যের ধারা বজায় রেখেছে জেনে আমি আনন্দিত।”
তরুণ শির্ক্ষার্থীদের সৃষ্টিশীলতা ও ব্যবসায়িক ধী-শক্তি প্রমাণের এ প্রতিযোগিতা ২০০০ সাল থেকে হংকং, বাংলাদেশ, ব্রুনাই, মালয়েশিয়া, ফিলিপাইন, চীনের সাংহাই, ইন্দোনেশিয়া ও থাইল্যান্ড প্রভৃতি অঞ্চলের শিক্ষার্থীদের প্রেরণা যুগিয়ে আসছে। ২০১২ সালের এ প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত সাড়ে ৩ হাজারেরও বেশি শিক্ষার্থী তাদের ব্যবসায়িক পরিকল্পনা নিয়ে অংশ নেন।